ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় বহুজাতি পাট পণ্যের প্রশিক্ষণ

62

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুট) আয়োজিত সিলেটের লাক্কাতুরা চা বাগান সংলগ্ন মাঠে ক্ষুদ্র ও কুটির syl pic --01শিল্প মেলায় বহুজাতি পাট পণ্যের প্রশিক্ষণ প্রদান।
সোমবার (১৪ আগষ্ট) মেলায় প্রশিক্ষণ প্রদান করেন গ্রাসরুট’র কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট নুর আক্তার বানু ও শাহনাজ বেগম।
প্রশিক্ষণার্থীরা হলেন সুমনা হক, কাজলি বারিক, সমিতা ভূমিজ, মোছা: আসমা বেগম, নিপু বিশ্বাস, জুলি রারকি, শিউলি আখতার, লাভলি আক্তার, লাবনী বেগম।
এদিকে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুট) আয়োজিত সিলেটের লাক্কাতুরা চা বাগান সংলগ্ন মাঠে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ আগষ্ট) বাদ জোহর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের শহীদের  রুহের মাগফেরাত কামনা করে কোরআনে খতম, বিশেষ মোনাজাত ও শিরণী বিতরণ অনুষ্ঠিত হবে।
এতে সবাইকে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন মেলা প্রধান সম্বয়নকারী এম মঈন খান বাবুল।
র‌্যাফেল ড্র আজ বন্ধ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মেলার প্রতিদিনের র‌্যাফেল ড্র বন্ধ থাকবে। আগামীকাল পূর্বের ন্যায় যথারীতি ড্র অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি