ওসমানীনগরে ঐতিহ্যবাহী সারং বাড়ি ইউকে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের শোক সভা শনিবার

132

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
মহান মুক্তিযোদ্ধে ওসমানীনগরের ঐতিহ্যবাহী সারং বাড়ির চার সদস্যের আত্মত্যাগ এখন স্বাধীনতার স্মৃতি বহন করছে। শহীদদের স্মৃতি রক্ষায় গ্রামে নির্মিত হয়েছে শহিদ মিনার। সেই শহীদ পরিবারের সদস্যদের উদ্যোগে ১৫ আগষ্ট উপলক্ষে আগামী শনিবার সারং বাড়িতে শোক সভার আয়োজন করা হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ২৭ মে ওসমানীনগর উপজেলার (অভিভক্ত বালাগঞ্জ) উমরপুর ইউনিয়নের উমরপুর গ্রামের সারং বাড়ির চার ব্যক্তিকে পাকিস্তানী হানাদার বাহিনী নির্মম ভাবে গুলি করে হত্যা করে। রাজাকার আব্দুল আহাদ চৌধুরী ছাদ মিয়াসহ অন্যান্য রাজাকারদের সহযোগিতায় হানাদাররা উমরপুর গ্রামের ঐতিহ্যবাহী সারং বাড়ির চার সদস্য আজিব উদ্দিন, শফিকুর রহমান, মদরিছ আলী, তোতা মিয়াকে স্থানীয় বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ও তাদের পরিবারের আরেক সদস্য প্রবাসী মখলিছ মিয়াকে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে স্থানীয় একটি বাড়িতে জড়ো করে। পরবর্তীতে পাক সেনাদের গাড়িযোগে সাদীপুরস্থ পাক বাহিনীর ক্যাম্পে নিয়ে যায়। বৃটিশ নাগরিকত্বের পাসপোর্ট থাকার বদৌলতে মখলিছ মিয়ার প্রাণ রক্ষা হলেও অন্য চারজনকে নির্বিচারে গুলি হত্যা করা হয়। এ চার শহীদের লাশ তাদের স্বজনরা খুঁজে পায়নি। ফলে শহিদের স্মৃতি রক্ষার্থে গ্রামে একটি শহিদ মিনার নির্মাণ করা হয়েছে। স্বাধীনতা পরবর্তী শহিদ পরিবারের সদস্যরা স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস করলেও সারং বাড়ির ঐতিহ্যেসহ মুক্তিযুদ্ধে অবদানের  কথা মানুষের মুখে মুখে রয়েছে। যুদ্ধ পরবর্তী ওই পরিবারের সদস্যরা প্রবাসে স্থায়ী ভাবে অবস্থান করলেও মহান স্বাধীনতার যুদ্ধের স্মৃতি রক্ষা সহ দেশের মানুষের কল্যানে তাদের কাজ অব্যাহত রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৫ আগষ্টের কাল রাতে স্বপরিবারে হত্যার ঘটনাটি শহিদ পরিবারকে আজো পীড়া দেয়। এরই ধারাবাহিকতায় শহিদ পরিবারের সদস্য পাক হানাদার বাহিনীর হাতে নির্যাতিত মখলিছ মিয়ার পুত্র যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মো: লুৎফুর রহমান শোকের মাস আগষ্টে দেশে অবস্থান করছেন। ইউকে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের ব্যানারে ১২ আগষ্ট শনিবার ওসমানীনগরের ঐতিহ্যবাহী উমরপুর সারং বাড়িতে শোক সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ইউকে মুক্তিযোদ্ধা যুব কমান্ড সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট নজরুল হক বাচ্চু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু। শোক সভায় সর্বস্তরের মানুষেকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন ইউকে মুক্তিযোদ্ধা যুব কমান্ড ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি শহিদ পরিবারের সদস্য যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর রহমান। উমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দবির মিয়া, স্থানীয় বাসিন্ধা আজাদ মিয়া ও দুলা মিয়া বলেন, সারং বাড়ি একটি ঐতিহ্যবাহী পরিবার। ওই পরিবারের একাধিক সদস্যকে পাক হানাদার বাহিনীর হাতে প্রাণ দিতে হয়েছিল। শহিদদের স্মরণে গ্রামে শহিদ মিনারও স্থাপিত হয়েছে। ওই পরিবারের সদস্যরা বর্তমানে প্রবাসে থাকলেও দেশ ও অন্যান্য শহিদ পরিবারের কল্যাণে তাদের সহযোগীতা অব্যাহত রয়েছে।