প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। জনগণের জন্য সেবা প্রদানে উদ্ভাবনী উদ্যোগ এবং গবেষণার লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)-এর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার সভাপতিত্ব করেন। মেট্রোপলিটন ইউনিভার্সিটির পক্ষে স্মারকে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন। এ সময় মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর, স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক চৌধুরী এম মোকাম্মেল ওয়াহিদ, ইইই বিভাগের প্রধান সহকারি অধ্যাপক মিয়া মো. আসাদুজ্জামান, সিএসই বিভাগের সহকারি অধ্যাপক ফুয়াদ আহমেদ ও ইইই বিভাগের সহকারি অধ্যাপক সৈয়দ রেজওয়ানুল হক নাবিল উপস্থিত ছিলে। বিজ্ঞপ্তি