সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে শনিবার রাত ৮টায় মেডিকেল আঞ্চলিক কমিটির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেডিকেল আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ নেয়ামুল হোসেন ও পরিচালনা করেন মোঃ রফিকুল ইসলাম উজ্জ্বল। উক্ত সভায় উপস্থিত ছিলের জেলা ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়া, সহ-সভাপতি মোঃ ময়না মিয়া, সাংগঠনিক সম্পাদক মুহিদুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। ভারপ্রাপ্ত সভাপতি তার বক্তব্যে বলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ৬ আগষ্টে বিকাল ৪টায় কোর্ট পয়েন্টে জমায়েত হয়ে এক লাল পতাকা র্যালী পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ সফল করার লক্ষ্যে সকল হোটেল শ্রমিক কর্মচারীদেরকে অংশগ্রহণ করার উদাত্ত আহবান জানান। হোটেল সেক্টরে বাজার মূল্যের সাথে সংগতি রেখে নিম্নতম মূল মজুরী ১০ হাজার টাকা ঘোষণা করে হোটেল শ্রমিক কৃষক তথা খেটে খাওয়া মেহনতি মানুষকে দুই বেলা দুই মোঠো ডাল-ভাত খেয়ে-পরে বেঁচে থাকার পথ সুগম করতে হবে। হোটেল সেক্টরে পরিচয়পত্র, নিয়োগপত্র, সার্ভিস বুক, সাপ্তাহিক ছুটি, বিশেষ ছুটি, অর্জিত ছুটি, অসুস্থতা জনিত ছুটি, ৮ ঘন্টা কাজ, অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরী, দুই ঈদে বেতন সমপরিমাণ উৎসব বোনাস সহ শ্রম আইনের সকল সুযোগ-সুবিধা বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। ধান-চাউলের ভরা মৌসুম থাকা সত্ত্বেও নিম্নমানের মোটা চালের কেজি ৪৫-৫০ টাকা অতিক্রম করে চলেছে। কতিপয় মহাজন-জোৎদার ফরিয়া মধ্যস্বত্বভোগীরা কৃত্রিম সংকট তৈরি করে জনজীবনের ভোগান্তি আরও দ্বিগুণ করে বাড়িয়ে চলেছে। তাই স্বল্প আয়ের এই হোটেল শ্রমিকেরা জীবন-জীবিকা রক্ষা করতে হিমশিম খেতে হচ্ছে। বাজার ব্যবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উদাত্ত আহবান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে এনে সাধারণ মানুষের দুর্দশা লাঘবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। অকাল বন্যা কবলিত হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে আগামী ফসল উঠার আগ পর্যন্ত বিনা মূল্যে সার, বীজ, কীটনাশক সহ সকল কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে হবে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, পোল্ট্রি, ডেইরী, হ্যাচারী খামারীসহ বিনা শর্তে ঋণ প্রদান করতে হবে। এই সিলেটে একটি স্থায়ী শ্রম আদালত ও যুগ্ম শ্রম পরিচালকের কার্যালয় স্থাপনের জোর দাবী জানানো হয়। বিজ্ঞপ্তি