গ্যাসের মূল্য দ্বিতীয় দফা বৃদ্ধি বাতিলের হাইকোর্টের রায় যুগান্তকারী —————————- গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

40

গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক লেঃ কর্ণেল অব: অধ্যক্ষ আতাউর রহমান পীর, সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন এডভোকেট, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব জননেতা মকসুদ হোসন দ্বিতীয় দফায় গ্যাসের মূল্য বৃদ্ধি অবৈধ ও বাতিলের রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায় ঐতিহাসিক ও যুগান্তরী। সরকার গণমত ও গণশুনানীকে উপেক্ষা করে বার বার গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করে চলেছে। এই অবৈধ মূল্য বৃদ্ধির প্রতিবাদে অত্র সংগঠন প্রথম থেকেই প্রতিবাদ, আন্দোলন-সংগ্রাম করে আসছে। এ ব্যাপারে দেশের বড় বড় রাজনৈতিক দল লোক দেখানো প্রতিবাদ ছাড়া কোন শক্তিশালী ও দৃশ্যমান কর্মসূচি অতিতেও ছিলোনা বর্তমানেও নেই। অথচ নেতানেত্রীদের নামে মামলা হলে ও দলীয় কর্মসূচী বাধাগ্রস্ত হলে যে ভাবে মারমুখী দেখা যায়। দুঃখী মানুষের ভাগ্য উন্নয়ন ও সংগ্রামের সেই সকল নেতৃবৃন্দের ভূমিক লক্ষ্য করা যায়নি।
বিবৃতিতে নেতৃবৃন্দ রিটকারী প্রকৌশলী মুবাশি^র হোসেনের প্রতি অত্র সংগঠন সহ দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, ঋণখেলাপীদের ৪১ হাজার কোটি টাকা, রাষ্ট্রীয় ব্যাংকের লুট হওয়া ১৪ হাজার কোটি টাকা উদ্ধারের ব্যাপারে এ ভাবে হাইকোটে আইনী লড়াই চালিয়ে যাওয়ার জন্য বিশেষ উদ্যোগ এবং বড় বড় দুর্নীতিবাজদের বিষয় সম্পত্তি বাজাপ্ত করে রাষ্ট্রীয় ভান্ডার শক্তিশালী করার জন্য সমাজের বুদ্ধিজীবী ও সচেতন মহলকে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি