‘অস্বাভাবিক সম্পদের দায়ে অভিযুক্তদের আটক করা না হলে কঠোর কর্মসূচি’

9

 

গণমাধ্যমে আসা অস্বাভাবিক সম্পদের দায়ে অভিযুক্তদের গ্রেফতার, পাসপোর্ট জব্ধ, দ্রæত দুর্নীতির মামলা দায়ের, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পত্তির হিসাব দাখিলের বিধান দ্রæত কার্যকর ও তাদের দুর্নীতি রোধে ন্যায়পাল কার্যক্রম চালু এবং ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপিকে প্রাণনাশের হুমকিদাতাদের গ্রেফতার ও তাকে গানম্যান দেয়ার দাবীতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত গতকাল ৮ জুলাই সোমবার বিকালে সিলেট নগরীর সিটি পয়েন্টে এক বিরাট সমাবেশ ও নাগরিক মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশ বক্তারা অস্বাভাবিক সম্পদের দায়ে অভিযুক্ত ও আলোচিত সাবেক সেনা প্রধান আজিজ, সাবেক পুলিশ প্রধান বেনজীর, জাপা কো-চেয়ারম্যান রুহুল আমীন হাওলাদার, ডিএমপি প্রধান আসাদ্দুজামান মিয়া, এনবিআর সদস্য মতিউর, ফায়সাল এর মত মানুষরূপী জানোয়াররা এখনো গ্রেফতার হয়নি কেন? দেশবাসী তা জানতে চায়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন অ্যাডভোকেট এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক মির আব্দুল করিম পাখি মিয়া, কেন্দ্রীয় সদস্য আমিরুল হোসেন চৌধুরী আমনু, আবদুল মতওয়ালী ফলিক, সরোজ ভট্টাচার্য্য, শাহিদুর রহমান জুনু, ৩১নং ওয়ার্ডের মুক্তিচকের সমাজসেবী ইউনুস আহমদ, আফছারুজ্জামন আফছর, রফিকুল ইসলাম শিতাব, সাংবাদিক শহিদ আহমদ খান শিব্বির, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইমাম হোসেন, সহ সভাপতি নুরুল ইসলাম জিতু, সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না, আলীমান আখন্দ ডালিম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম লিটন, অর্থ সম্পাদক বিজয় চন্দ্রনাথ বিপ্লব, মাওলানা আব্দুল মতিন, আব্দুস সালাম, ৩৩নং ওয়ার্ডের সমাজসেবী মাওলানা রমিজ উদ্দিন, সিটির ঠিকাদার তাজ উদ্দিন, সমাজসেবী শামসুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি