স্টাফ রিপোর্টার :
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
তবে শুধু সিলেট বিভাগ নয়, ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে সিলেটসহ দেশের ৬টি বিভাগের বিভিন্ন স্থানে। চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, রংপুর বিভাগের কোথাও কোথাও অতি বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।
আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারি থেকে অতি ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।