ছাতকে বন্যার্তদের মধ্যে আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

26

মানব কল্যাণে নিবেদিত যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন‘ আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট’র চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী রোটারিয়ান আলী মিরাজ মোস্তাক বলেছেন, পৃথিবীর সবচেয়ে উত্তম সেবা হলো মানব সেবা। মানব সেবার মধ্যে মানুষের কল্যাণ ও মঙ্গল নিহিত।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমাদের সমাজের বিত্তশালীদের এগিয়ে আসা উচিত। অবহেলিত, সুবিধা বঞ্চিত মানুষের পাশে আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট রয়েছে। প্রাকৃতি দুর্যোগে সরকারের পাশাপাশি আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। গরিব মানুষের ঘরবাড়ি নির্মান, ঢেউ টিন, টিবওয়েল বিতরণ সহ মানুষের কল্যাণে নানান ভাবে সহযোগিতা করে যাচ্ছে এই সংগঠনটি।
‘আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট’র উদ্যোগে সুনামগঞ্জ ছাতকের কালারুকা গ্রামে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
সোমবার ছাতকের কালারুকা গ্রামেয় আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ১০ কেজি চাল, ৫কেজি আলী, ৫কেজি পিঁয়াজ, ২কেজি তেল, ১ কেজি লবণ সহ প্রায় ৩শত পরিবারের মধ্যে খাদ্য সামগী বিতরণ করা হয়।
আয়োজিত ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী ছায়েদ মিয়া এর সভাপতিত্বে ও তরুণ সমাজকর্মী রোটারিয়ান জুমান তারেকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী সাজ্জাদুর রহমান, এ এস এম দুলাল মেম্বার, রোটারিয়ান আক্তার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন রোটারিয়ান মুন্না মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটারিয়ান আবু সালেহ ইয়াহইয়া। বিজ্ঞপ্তি