ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরের বন্যার্ত লোকজনের মধ্যে ফ্রি ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। সিলেট সিভিল সার্জন অফিস ও বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিশেষ মেডিকেল ক্যাম্প গতকাল রবিবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়ের হলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় আড়াই শতাধিক লোকজনের মধ্যে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধপত্র বিতরণ করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, সিলেট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: মঈনুল আহসান, সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা সুজন বনিক, জুনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা জিয়াউল ইসলাম, সিভিল সার্জন অফিসের পাবলিক হেলথ নার্স জোৎ¯œা রানী ঘোষ, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আলা হোসেন, সাদীপুর ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক সুনির্মল চক্রবর্তী, স্বাস্থ্য সহকারী রসরাজ দাস, নিউটন ধর, সিএইচসিপি হাবিবুল হক, পরিবার কল্যান পরিদর্শক হাফিজুর রহমান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শফিকুর রহমান, সহকারী পরিবার কল্যান পরিদর্শীকা সেগুপ্তা চৌধুরী, স্বেচ্ছাসেবী রাজু দাস, সিভিল সার্জন অফিসের কর্মী জালাল আহমদ, শাহাদাত হোসেন প্রমুখ।