সিলেটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

38

DC Sylhet 31.03.15জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৫ উপলক্ষে গতকাল ৩১ মার্চ মঙ্গলবার সিলেট জেলা প্রশাসন এর আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল “বিজ্ঞান ভিত্তিক তথ্য জানি, দুর্ভোগের ক্ষতি কমিয়ে আনি।”
সকাল ৯ টায় সিলেট জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট জেলা প্রশাসকের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.জেড.এম নূরুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মোঃ মফজুলের রহমান মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিরাজুল ইসলাম উকিল। এছাড়াও বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসর মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী পরিচালক ফায়ার সার্ভিস, কমান্ডান্ট আনসার ও ভিডিপি, গ্রামীণ জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী, সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, ব্র্যাক, ভার্ড, আইডিয়া, ইসলামিক রিলিফ এর প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গোলাপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআরএল) মোঃ আলতাফুল হক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা শাহ আলম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেন, পূর্ব প্রস্তুতি জানা থাকলে যে কোন দুর্যোগে জানমাল সহ অন্যকে রক্ষা করা সম্ভব। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে এ প্রজন্মের ছাত্র-ছাত্রীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্যোগ মোকাবেলার প্রশিক্ষণ প্রদান করা আবশ্যক। এ ব্যাপারে শিক্ষক ও অভিভাবক সমাজ এগিয়ে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। সিলেট ভূমিকম্পের তীব্রতায় বাংলাদেশের ৩টি চিহ্নিত বলয়ের অন্যতম একটি। প্রাকৃতিক দুর্যোগকে প্রতিরোধ করা সম্ভব নয়। তাই যেকোন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে বিজ্ঞান ভিত্তিক তথ্য জানার মাধ্যমে দুর্ভোগের ক্ষতি কমিয়ে আনা সম্ভব। বিজ্ঞপ্তি