সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ বলেছেন, সমাজসেবা সমাজের কল্যাণে যেভাবে কাজ করছে, রোটারী ক্লাবগুলো তেমনি আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখছে। তার মধ্যে অন্যতম রোটারী মেট্রোপলিটন ক্লাব সমাজের কল্যাণে মডেল হিসেবে বিবেচিত। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সরকারের পাশাপাশি সমাজের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। রোটারী ক্লাব অব মেট্রোপলিটন, সিলেট-এর নিয়মিত সাপ্তাহিক সভায় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান তৌফিক বক্স লিপন’র সভাপতিত্বে গত শনিবার নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাব সেক্রেটারী রোটারিয়ান সাইফুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২-এর কো-অর্ডিনেটর জাকির আহমদ চৌধুরী, রোটারিয়ান গভর্ণর’স এইড পিপি নজির আহমদ আজাদ, এসিস্ট্যান্ট গভর্নর পিপি মোশাররফ হোসেন জাহাঙ্গীর, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান আবু সুফিয়ান, আইপিপি রোটারিয়ান ইয়াকুতুল গণি ওসমানী, রোটারিয়ান পিপি মুহাম্মদ কবির উদ্দিন, রোটারিয়ান পিপি আজিজুর রহমান, রোটারিয়ান তোফাজ্জুল হোসেন, রোটারিয়ান আহসান আহমদ খান, রোটারিয়ান আখতার চৌধুরী রুবেল, রোটারিয়ান নিজাম উদ্দিন, রোটারিয়ান ইখতিয়ার আহমদ চৌধুরী, রোটারিয়ান আব্দুল বাছিত, রোটারিয়ান দেওয়ান রুশো চৌধুরী, রোটারিয়ান এডভোকেট আজিম উদ্দিন, রোটারিয়ান তাজ উদ্দিন খান, রোটারিয়ান রাসেল মাহবুব, রোটারিয়ান আবুল হোসেন, রোটারিয়ান সানজিদা সাদিয়া সামাদ, রোটারিয়ান সৈয়দ বাহারুল ইসলাম, রোটারিয়ান জাফর তাইয়ার, আমন্ত্রিত অতিথি মেসার্স রহমান এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. ফজলুর রহমান জসীম, লুৎফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান রেহান উদ্দিন রায়হান এবং রোটারী প্রত্যয় পাঠ করেন রোটারিয়ান রেজাউল করীম। বিজ্ঞপ্তি