এতিমদেরকে বাদ দিয়ে সমাজ চলতে পারে না ——— লায়ন ডা. আজিজুর রহমান

48

লায়ন্স জেলা ৩১৫বি-১ এর সাবেক গভর্ণর লায়ন ডা. আজিজুর রহমান বলেছেন এতিমরা হলো আমাদের Lions club 01সন্তান। তারা হচ্ছে আমাদের সমাজের অংশ। এদেরকে বাদ দিয়ে সমাজ চলতে পারেনা। এতিম শিশুদের ভিন্ন চোখে দেখা যাবে না। সমাজের মূল স্রোতে ধরে রাখতে এসব শিশুদের পাশে দাঁড়ানো সমাজের সকল স্তরের মানুষের নৈতিক দায়িত্ব। সিলেট কুশিয়ারা লায়ন্স ক্লাব এর উদ্যোগে রায়নগর শিশু পরিবারের এতিম শিশুদের মধ্যে মৌসুমী ফল বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল দুপুরে  সিলেট কুশিয়ারা লায়ন্স ক্লাব এর উদ্যোগে রায়নগর শিশু পরিবারের নিবাসীদের মধ্যে মৌসুমী ফল বিতরন করা হয়। সিলেট কুশিয়ারা লায়ন্স ক্লাব এর সভাপতি লায়ন মাসুম আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক লায়ন গৌতম লাল দত্ত এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রজেক্ট চেয়ারম্যান লায়ন রুহুল আমিন চৌধুরী, লায়ন হারুন আল রশীদ দীপু এমজেএফ, লায়ন সামছুল আলম খাঁন, লায়ন মেহেদী কাবুল,লায়ন আব্দুর রউফ, লায়ন গংগেশ চন্দ্র দাস , লায়ন সাইফুল ইসলাম, লায়ন সেজওয়ান আহমদ, লায়ন ফয়েজ আহমদ চৌধুরী রিপন, রায়নগর  শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক জাহানারা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি