মধ্যনগর থানা বিএনপিতে ঐক্যের সুবাতাস

48

তাহিরপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের গণসংযোগকে কেন্দ্র করে মধ্যনগর দ্বিধাবিভক্ত বিএনপিতে ঐক্যের সুবাতাস বয়েছে। বুধবার বিকেলে মধ্যনগর বাজারে মধ্যনগর থানা বিএনপি সভাপতি সবুজ মিয়া ও মধ্যনগর থানা বিএনপির সাবেক সাধারণ সস্পাদক আবুল বাশার কামরুজ্জামান কামরুলের গণসংযোগে উপস্থিত থেকে দলীয় দ্বিধাবিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলীয় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। গণসংযোগ চলাকালে মধ্যনগর বাজারের স্থানীয় শহীদ মিনারে থানা বিএনপির সভাপতি সবুজ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, মধ্যনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইউম মজনু, ধর্মপাশা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুশাহিদ তালুকদার, মধ্যনগর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মাহবুব মিয়া, যুবদল নেতা কামাল মিয়া, মধ্যনগর থানা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।