সংগঠনের কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে তালামীয কর্মীদেরকে আরো ত্যাগী হতে হবে – আখতার হোসাইন জাহেদ

42

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট বিভাগের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় প্রতিনিধি দলের বিশেষ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
১১ জুলাই মঙ্গলবার, বিকাল ৪ টায় সিলেট বিভাগীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতার হোসাইন জাহেদ-এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উসমান গনির পরিচালনায় মতবিনিময়ে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল। এসময় সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতার হোসাইন জাহেদ বলেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) প্রতিষ্ঠিত একটি মকবুল ছাত্রসংগঠন। ইসলামী তাহযিব তামাদ্দুন রক্ষায় সংগঠনটি অব্যাহতভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তাই সংগঠনের কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে তালামীয কর্মীদেরকে আরো ত্যাগী হতে হবে
মতবিনিময়ে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, হবিগন্জ জেলা সভাপতি সৈয়দ শাহেদুল ইসলাম, সিলেট পশ্চিম জেলা সভাপতি ফয়েজ আহমদ তাজির, পূর্ব জেলা সভাপতি আব্দুল খালিক রুহিল শাহ, সুনামগনজ জেলা সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, মৌলভী বাজার জেলা সভাপতি নিলুর রহমান, মহানগরী সহ-সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, সাধারণ সম্পাদক আহমদ শরীফ, মৌলভী বাজার জেলা সাধারণ সম্পাদক আব্দুল জলিল, শাবিপ্রবি সাধারণ সম্পাদক মোঃ ইমরান খান, পশ্চিম জেলা সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, হবিগনজ জেলা সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক আব্দুল বাসিত আল হাসান, সুনামগনজ জেলা সাধারণ সম্পাদক শাহিন আলম, হবিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মোঃ ধন মিয়া, সিলেট পূর্ব জেলা সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন চৌধুরী, সিলেট মহানগরী সাংগঠনিক সম্পাদক আরিফ আহমদ, সিলেট পশ্চিম জেলা সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, মৌলভী বাজার জেলা সাংগঠনিক সম্পাদক শেখ কাদের আল হাসান ও সিলেট পূর্বজেলা অফিস সম্পাদক সুয়েব আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি