চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছরে উন্নীত করণের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ সিলেটের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ সিলেটের সিনিয়র সভাপতি নিলয় গোস্বামীর সভাপতিত্বে ও নিরূপম কান্ত দাস অলকের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন এম মিজান, শ্রীপদ দাস, উত্তম ভট্টাচার্য্য, জয়ন্তলাল তালুকদার, শাহিদুর রহমান ওয়াসিম, বিমল দে, সঞ্জয় চৌধুরি, ঝুটন পাল, জামিল আহম্মদ, নিলয় ভদ্র, পুলক দাস, অলক দাস, রতন, ফরিদ উদ্দিন, সঞ্জয়, জীবন, রনি চৌধুরি, পল্লব ভট্ট্রচার্য, জীবন কৃষ্ণ সরকার, রাসেদ খান, সৈয়দ কবির, রাশেদুল ইসলা, মাহাবুব রহমান, জলি আক্তার, পার্থ সারথি দাস, আয়ন দাস, নুর আলম, অজয় গোলা রতন, সেলিম উদ্দিন, স্বপন মিয়া, রফিকুল ইসলাম ফারুক, অমর রঞ্জন দাস, রাহাত চৌধুরী, মিনাল ভৌমিক, মুনশি আলিম, ফজলুল হক, রাত্রি পারুল, হেলেনা আক্তার, অনামিকা, শিবিক্ষর আহমদ, অদিতি ভট্টচার্য, ফয়জুল আহমদ, শরিফ তালুকদার, রঘুনাথ, কৃষ্ণ দাস, তানভিন সুইটি, রাত্রি, পারুল, অজিত চন্দ্র।
এ সময় সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী শাহনাজ পারভিন জলি বলেন, বর্তমান মহামান্য রাষ্ট্রপতি স্পিকার থাকা অবস্থায় ৩১ জানুয়ারি ২০১২ সালে মহান জাতীয় সংসদে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে; যুব সমাজ আশার আলো দেখে। তাই আর দেরি না করে সরকারকে দ্রুত চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি জানাচ্ছি। বিজ্ঞপ্তি