কাজিরবাজার ডেস্ক :
আজ বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ৮৩৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। এর মধ্যে ২০ ইউপিতে ভোট হবে ইভিএমে। আর বাকি ৮২৮ ইউপিতে ভোটগ্রহণ হচ্ছে ব্যালট পেপারে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ইতোমধ্যেই ৮১ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই ৮১ জনই আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্যদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই এই ৫ ইউনিয়ন পরিষদে ভোটের প্রয়োজন হবে না।
দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও আইনী জটিলতার কারণে ক’টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। এ ছাড়া ৫টি ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই আজ এ ধাপে ৮৩৬টি ইউপিতে ভোট হবে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৪ হাজার ৭৫ জন। বাছাই ও প্রত্যাহার শেষে প্রতিদ্বন্দ্বী রয়েছেন ৩ হাজার ৩১০ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৯ হাজার ৪৯৮ জন। বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার শেষে প্রতিদ্বন্দ্বী রয়েছেন ৯ হাজার ১৬১ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৭৬ জন। এছাড়া সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৩০ হাজার ৮৮৩ জন। বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার শেষে রয়েছেন ২৮ হাজার ৭৪৭ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২০৩ জন।
ইউপি নির্বাচন উপলক্ষে ৬৭০ ম্যাজিস্ট্রেট মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তারা নির্বাচনের আচরণবিধি প্রতিপালনের বিষয়টি কঠোরভাবে দেখভাল করবেন। নির্বাচন চলাকালে কোন অপরাধ করলে সঙ্গে সঙ্গে মামলা দেয়া হবে। এমনকি অভিযুক্ত প্রার্থীর প্রার্থিতাও বাতিল হতে পারে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব মোঃ ফরহাদ আহাম্মদ খান সাংবাদিকদের জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠে নামানো হয়েছে ৩৩৯ নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর বিচারিক ম্যাজিস্ট্রেট রয়েছেন ৩৩১ জন। তারা ৯ নবেম্বর থেকে ১৩ নবেম্বর পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। নির্বাচনী সহিংসতা নিয়ন্ত্রণে রাখতে ব্যবস্থা নেবেন।
নির্বাচনে কোন অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। এক ঘণ্টাও বিলম্ব করা যাবে না। আর কোথাও অসুবিধা হলে সমস্যাগুলো আমাদের কাছে নিয়ে আসতে হবে। রিটার্নিং কর্মকর্তা যদি মনে করেন যে, সেই এলাকার নির্বাচনী পরিবেশ ভাল না, তাহলে সেখানকার নির্বাচন বন্ধ করে দেব। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাদের সাহসী ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে সিইসি বলেন, প্রতিটি জেলায় জেলা প্রশাসক যারা আছেন তারা পাশে থেকে সাহস জোগাবেন।
২৯ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ৮৪৮ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ১৭ অক্টোবর। আর মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপীল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ করা হয় ২৭ অক্টোবর।
ইউপি নির্বাচন উপলক্ষে ভোটের এলাকায় মঙ্গলবার মধ্যরাত থেকেই ৫৪ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। এ ছাড়া সব যন্ত্রচালিত যানবাহন আজ বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত চলাচল বন্ধ থাকবে। তবে সাংবাদিক, নির্বাচন কর্মর্কর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ জরুরী সেবার কাজে নিয়োজিতদের জন্য এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
ইউপি নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রশাসন ক্যাডারের ৪০ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন ও বরিশাল বিভাগে ১৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।