স্টাফ রিপোর্টার :
নগরীর শিবগঞ্জ লামাপাড়ায় কলেজছাত্র সাইফুল ইসলাম খুনের ঘটনায় নিহতের পিতা আরজান আলী বাদী হয়ে অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে শাহপরান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে হত্যাকারীদের কাউকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।
ওসি আখতার বলেন, নিহত সাইফুল সীমান্তিক কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ করে নগরীর মানিকপীর রোডে বিজ্ঞান কলেজে ভর্তি হয়েছিল। গত শনিবার ঘটনার রাত সোয়া ৯টায় অজ্ঞাত ৩/৪ জন দুর্বৃত্ত তার গলায় ছুরিকাঘাত করে চোর চোর বলে ধাওয়া করছিল। প্রাণ বাঁচাতে পালাতে গিয়ে লামাপাড়া পূর্বাশা স্টেশনারি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গিয়ে মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। দোকানের মালিক ফয়ছল আহমদ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আখতার হোসেন বলেন, নিহত সাইফুলের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা নেই। আর্থিক লেনদেনও নেই। কারো সঙ্গে বিরোধ আছে কিনা সে বিষয়ে কিছুই বলতে পারছে না তার পরিবার। ফলে প্রেম সংক্রান্ত কারণে তাকে খুন করা হতে পারে এমনটি ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ময়না তদন্ত শেষে নিহতের লাশ গতকাল তার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। জড়িতদের যতদ্রুত সম্ভব গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।