কানাইঘাটে বিরোধী জোটের আরো ৬ নেতাকর্মী গ্রেফতার

26

কানাইঘাট থেকে সংবাদদাতা :
জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে কানাইঘাটে বিএনপি, জামায়াত ও জমিয়তে নেতাকর্র্মীদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। গত বুধবার কানাইঘাট থানা পুলিশ উপজেলা জুড়ে অভিযান চালিয়ে কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ইউপির বর্তমান সদস্য তিনচটি গ্রামের জামায়াত নেতা সামছুল ইসলাম, বানীগ্রাম ইউপির বর্তমান সদস্য জমিয়ত নেতা লামা দলইকান্দি গ্রামের মাওলানা এখলাছুর রহমান, কানাইঘাট বাজারের ব্যবসায়ী পৌরসভার দূর্লভপুর গ্রামের বিএনপি নেতা হাফিজ মাওঃ গিয়াস উদ্দিন, একই গ্রামের জমিয়ত নেতা মাওঃ কয়েছ আহমদ, নিজ চাউরা গ্রামের বিএনপি কর্মী নাজিম উদ্দিন ও গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ী ঘেরাও করে পুলিশ উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক কানাইঘাট বাজার ব্যবসায়ী আব্দুল মান্নানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মধ্যে ইউপি সদস্য সামছুল ইসলাম ও মাওঃ এখলাছুর রহমান কে থানার দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী ও অন্যান্যদের নৌকার পোষ্টার পুড়ানো ও নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনায় গতকাল বৃহস্পতিবার আদালতে সোর্পদ করা হয়েছে বলে থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকার জানিয়েছেন। সিলেট ৫ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী মাওঃ ওবায়দুল্লাহ ফারুক বলেছেন, ধানের শীষের বিজয় জেনে আইন শৃংখলা বাহিনী অব্যাহত বাসা বাড়ীতে অভিযান ও গণ গ্রেফতারের ঘটনায় শত শত নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। তিনি বলেছেন, কার কাছে বিচার চাইব উপরে আল্লাহ নীচে জনগণ এখন আমাদের একমাত্র আশা ভরসা। জানা গেছে গত কয়েক দিনের পুলিশি অভিযানে কানাইঘাট-জকিগঞ্জে ২ ইউপি চেয়ারম্যান সহ বিএনপি-জামায়াত, জমিয়ত ও খেলাফত মজলিসের অন্তত ৪৭ জন নেতাকর্মী কে কানাইঘাট-জকিগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে বলে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ জানিয়েছেন।