প্রতিষ্ঠার প্রথম বছর থেকে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ বাজিমাত করে আসছে এবারের এইচ এস সি ২০১৮ পরীক্ষায় সাফল্যের রেকর্ড গড়েছে মিরের ময়দানস্থ সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ। তাই এ ফলাফলে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করেছে উল্লাস আর উদ্যমী উৎসব। শিক্ষার্থী আর অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন প্রাপ্ত ফলাফলে। এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ শতভাগ সাফল্য অর্জন করেছে। ২০১৮ তে শিক্ষার্থীরা এই অসাধারণ কৃতিত্বের সাফল্যের বাজিমাত দেখিয়েছে। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে কলেজের অধ্যক্ষ মু, রহমান বুলবুল এ ফলাফল ঘোষণা করেন। এ কলেজে মোট ১২১ জন শিক্ষার্থী অংশ নিয়ে এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ জন তার নাম আবু জাফর উবায়দুল্লাহ। তাছাড়া জিপিএ ৪ এর ঊর্ধ্বে পেয়েছেন ৮৭ জন জন। ফলাফলে সন্তুষ্ট হয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজের ব্যতিক্রমী ও প্রযুক্তি ভিত্তিক পাঠদান পদ্ধতির প্রশংসা করেন। বিজ্ঞপ্তি