মোঃ হযরত আলী
সে যেন হৃদয় গগনে দীপ্ত সুকতারা
প্রখর রোদ্রে বৃক্ষের ছায়া
বহমান সুবাসিত সমীরে,
দীর্ঘ শ্বাস টানা।
অজানা ভাবনার রানি সুর্বণা
জেনে শুনে হয় না ভালোবাসা
হয় পশু হাটায় বেচাকেনা।
ভালবাসা, কোন অজানা আর্কষণে মন দেয়া নেয়া
সেটা মনেরি আজানা।
এ আবেগী হৃদয়ে গভীরতা
মাথাভাঙ্গা তটিনীর অজানা ।
তবে তোমার তো ছিল জানা!!
নিশিতে কথা বলা
শত কর্মের ফাঁকে এফ বি তে আড্ডা।
হে ললনা, আজো কি তুমি বুঝেও বুঝো না?
নাকি, করেছো প্রেমের নামে ছলনা ?
এতো নয় লিপির ছেড়া ভালোবাসা,
অশ্রুতে ভাসিয়ে বুক ফোলাব চোখের পাতা ।
তুমি শ্রাবণের সুর্বণা!
শত দুর্যোগ মাড়িয়ে,
বাধার পাহাড় পেরিয়ে,
করবে প্রেমের জয়ও ঘোষণা।