নবীগঞ্জে পলাতক আসামী গ্রেফতার

36

নবীগঞ্জ থেকে সংবাদদাতা :
নবীগঞ্জ উপজেলার গজনাইপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন মিয়ার পুত্র পলাতক আসামী সেলিমকে গ্রেফতার করেছে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ। মামলার বিবরণে জানা যায়, মুন্সিগঞ্জ জেলার পাঁচ মরিয়া উপজেলার লুৎফা বেগম এর সাথে রং নাম্বারে কল আসার সুবাধে পরিচয় হয় নবীগঞ্জ উপজেলার বনগাও গ্রামের আলা উদ্দিন মিয়ার ২য় পুত্র আজমল মিয়ার সাথে। পরে বেশ কিছুদিন পর লন্ডন এবং ইতালি পাঠাবে মর্মে প্রথমে ৫ লক্ষ টাকার দেওয়ার জন্য বলে আজমল। পরবর্তীতে টাকা দেওয়ার পর লন্ডন এবং ইতালি না নিলে এক পর্যায়ে লুৎফা বেগম আজমল মিয়া এবং সেলিম মিয়াকে আসামী করে মামলা দায়ের করে। গত ১৮-০৪-২০১৭ মুন্সিগঞ্জ বিজ্ঞ আদালত নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আলা উদ্দিন মিয়ার উভয় পুত্রের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। এরই জের ধরে গত মঙ্গলবার রাত ১০টার দিকে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই সোহাগ আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ মুক্তিযোদ্ধা আলা উদ্দিন মিয়ার বাড়ি থেকে মামলার ২য় আসামী সেলিম মিয়াকে গ্রেফতার  করেন। গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই সোহাগ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার ১ম আসামী আজমল মিয়া প্রবাসে অবস্থান করছেন বলে জানা গেছে।