বিয়ানীবাজারে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

বিয়ানীবাজার সংবাদদাতা

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক মাহবুব হোসেন জুয়েলকে (৩৭) গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পৌরশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের পাভেল মাহমুদ গ্রæপের সক্রিয় নেতা। তার বাড়ি কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গারজুর গ্রামে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ৫ আগস্ট সরকার পতন পরবর্তী দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

ভ‚মি মন্ত্রণালয়ের পরিপত্র জারি এক কর্মস্থলে ৩ বছরের বেশি হলেই বদলি

কাজির বাজার ডেস্ক

এক কর্মস্থলে তিন বছরের বেশি হলেই তাকে বদলি করা হবে। ভ‚মি মন্ত্রণালয়ের অধীনে অফিসগুলোতে কাজ করা কর্মচারীদের জন্য এমন নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করেছে ভ‚মি মন্ত্রণালয়। বুধবার (১৩ নভেম্বর) এমন একটি পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে বলা হয়, সকল নাগরিকের জন্য নিরবচ্ছিন্ন, জনবান্ধব ও হয়রানিমুক্ত ভ‚মিসেবা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে অন্তর্র্বর্তী সরকার ভ‚মি ব্যবস্থাপনার আধুনিকায়ন ও সেবা প্রদান পদ্ধতিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি কর্মচারীদের মাধ্যমে এসকল সেবা দেওয়া হচ্ছে। পর্যবেক্ষণ করে দেখা গেছে যে, কতিপয় কর্মচারী একই কর্মস্থলে দীর্ঘদিন ধরে কর্মরত। এ প্রেক্ষাপটে মাঠপর্যায়ে ভ‚মি পরিষেবায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি প্রতিষ্ঠাসহ জনবান্ধব ভ‚মি পরিষেবায় জনদুর্ভোগ ও হয়রানি পরিহারের লক্ষ্যে ভ‚মি মন্ত্রণালয়ের অধীন ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ের ভ‚মি রাজস্ব প্রশাসন এবং ভ‚মি রেকর্ড ও জরিপ অধিদফতরের আওতাধীন একই কর্মস্থলে দীর্ঘদিন ধরে কর্মরত (১০ম থেকে ২০তম গ্রেড) কর্মচারীদের ওই কর্মস্থল থেকে অন্যত্র বদলি করা সমীচীন বলে প্রতীয়মান হচ্ছে।
এতে আরও উল্লেখ করা হয়, মাঠপর্যায়ে ভ‚মি রাজস্ব প্রশাসন এবং ভ‚মি রেকর্ড ও জরিপ অধিদফতরের কর্মচারীদের জন্য পর্যায়ক্রমে সব বিষয়ে কাজ করার সুযোগ দেওয়া। মাঠপর্যায়ে জনবান্ধব ভ‚মিসেবা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জনগণের দুর্ভোগ ও হয়রানি পরিহারের লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের মধ্যে যিনি বা যারা একই কর্মস্থলে বা একই শাখায় তিন বছরের অধিককাল কর্মরত, তাদের কর্মস্থল বা শাখা পরিবর্তন বা অন্যত্র বদলি করা। দুর্গম বা প্রতিক‚ল যোগাযোগসম্পন্ন এলাকায় কর্মরত কর্মচারীদের চাকরির মেয়াদ দু’বছর হলেই তাকে অন্যত্র বদলি করা। শারীরিক অসুস্থতা বা নৈতিক স্খলনজনিত বা সুনির্দিষ্ট বা যুক্তিসংগত কারণে নির্ধারিত সময়ের আগে কোনো কর্মচারীকে অন্যত্র বা আন্তঃজেলা বদলি করা হলে, জেলা প্রশাসক এবং ক্ষেত্রমত বিভাগীয় কমিশনার কর্তৃক বদলির কারণ দ্রæততম সময়ের মধ্যে প্রতিবেদন আকারে ভ‚মি মন্ত্রণালয়ে দাখিল করা।

পুলিশের নতুন আইজি বাহারুল আলম

কাজির বাজার ডেস্ক

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে নতুন আইজিপি নিয়োগের কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভ‚ঁইয়া। আইজিপির সঙ্গে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার পদেও পরিবর্তন আনা হয়েছে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সাজ্জাদ আলী।
জানা যায়, গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে বাংলাদেশ পুলিশে বড় রদবদল হয়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সরিয়ে পুলিশের ৩২তম মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পান ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলাম। এর তিন মাসের মধ্যে তাকে সরিয়ে বাহারুল আলমকে নিয়োগ দিল সরকার।
জানা যায়, নতুন আইজিপি বাহারুল আলম এর আগে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানসহ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন।
২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন।
এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন তিনি। দুই দফা পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান।

কালিঘাট থেকে ৪ জুয়াড়ী আটক

স্টাফ রিপোর্টার

নগরীর কালিঘাট এলাকা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে জুয়া খেলার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন- নগরীর ছড়ারপাড় এলাকার মারফত আলীর কলোনীর মো. শাহীন মিয়ার ছেলে মো. সানী মিয়া (২৫), সুনামগঞ্জের দিরাই উপজেলার দল কুতুব গ্রামের আব্দুল হাসিমের ছেলে নূর আহমদে (৩০), সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত তাজির মুল্লুকের ছেলে ফরহাদ হোসেন (৪০) ও নগরীর চালিবন্দর এলাকার আব্দুর রউফের ছেলে মো. আশরাফ উদ্দিন (৫৫)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- ১৯ নভেম্বর রাত ৯টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগ সংবাদের ভিত্তিতে কালিঘাটস্থ মসলাপট্টির একটি পরিত্যাক্ত ঘরে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জামসহ ঐ ৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানা মামলা রুজু করা হয়েছে।

বড়লেখায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ নেতা সামছুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্য রাতে উপজেলার রতুলী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আসামী
গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা সামছুল ইসলাম বড়লেখা উপজেলার ৯নং সুজানগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পুলিশ সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার ৯নং সুজানগর ইউনিয়নের রফিনগর গ্রামের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল ইসলাম ১০(০৮)২৪ (রাজনৈতিক) মামলায় সন্দীগ্ধ আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। বড়লেখা থানার এস আই অপু দাস গুপ্ত বিষয়টি নিশ্চিত করে বুধবার সন্ধ্যায় জানান, তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট’র সংবাদ সম্মেলন প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় অন্তর্বর্তী সরকারের সহযোগিতা কামনা

স্টাফ রিপোর্টার

সিলেটবাসী তথা প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা চেয়েছেন গ্রেট ব্রিটেনের প্রাচীন ও বৃহত্তম সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে। বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিভিন্ন দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খসরু খান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে অক্সিজেন হিসেবে কাজ করা প্রবাসীদের সমস্যা পাহাড়সম। তারা মনে করেন সিন্ডিকেট বিহীন এই সরকার প্রবাসীদের কিছু জরুরি দাবি নির্বাহী আদেশে বাস্তবায়ন করতে পারেন। ইতিমধ্যে এয়ারপোর্টে প্রবাসীরা নেমে কথা বলার জন্য ফ্রি টেলিফোন বুথ চালু, প্রবাসী লাউঞ্জ উদ্বোধন ও ন্যূনতম সময়ের মধ্যে লাগেজ খালাসের ব্যবস্থা করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
খসরু খান বলেন, আমরা কয়েক যুগ ধরে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরকে প্রকৃত আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর দাবি জানিয়ে আসলেও সেটি বাস্তবায়িত হচ্ছে না। বৈষম্য ও ষড়যন্ত্রের কারণে সিলেটবাসীর দাবি বাস্তবায়িত না হওয়ায় অন্য এয়ারলাইন্সের ফ্লাইটগুলো সিলেট থেকে ইংল্যান্ড আসতে পারছে না। এ দাবি বাস্তবায়িত হলে বিমানের একচেটিয়া আধিপত্য বন্ধ হবে। প্রতিযোগিতার ফলে টিকেটের দাম কমে আসবে। বাংলাদেশে কার্গো প্রেরণের ক্ষেত্রে যে নৈরাজ্য চলছে সেটিরও অবসান হবে।
তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশের ই-পাসপোর্ট বানাতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম ইংল্যান্ডসহ সারা বিশ্বে বসবাসরত বাংলাদেশিদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। পুলিশ বিভিন্ন অজুহাতে ঘুষ দাবি করে হয়রানি করে চলেছে। পাসপোর্ট তৈরির ক্ষেত্রে কারো বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ও ফৌজদারি অভিযোগ ছাড়া সকল ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম বন্ধের দাবি জানান তিনি।
তিনি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অক্সিজেন হলেও দেশে রেমিটেন্স পাঠাতে গিয়ে প্রতারিত হন। এক সময়ে মানুষ লাইন ধরে নিশ্চিন্তে টাকা পাঠাতো সোনালী ব্যাংকের মাধ্যমে। এই ব্যাংকটাকেও দুর্নীতির মাধ্যমে প্রায় শেষ করে দেয়া হয়েছে। সোনালী ব্যাংককে আবার সগৌরবে ফিরিয়ে আনতে বৈষম্য বিরোধী সরকারের প্রতি দাবি জানান। তিনি বলেন, প্রবাসীদের আরেক যন্ত্রণার নাম পাওয়ার-অব-এটর্নি। প্রবাসীদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে কাউকে দায়িত্ব দিতে বিলেত থেকে পাওয়ার অব এটর্নি করতে গেলে হাজারো বিপত্তি। এ ব্যাপারে তারা ব্যক্তিগত পরিচয় নির্ধারণের জন্য, যেকোন বিদেশি বৈধ পাসপোর্টকে আইডি হিসাবে গণ্য করার এবং অসুস্থ অথবা ডিজেবল মানুষের ক্ষেত্রে নির্দিষ্ট ফি এর মাধ্যমে তাদের হোম সার্ভিস প্রদানের দাবি জানান।
বিমানে সিলেট ্আসতে ভাড়ার যে বৈষম্য তা নিরসনে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের ৩য় বৃহত্তম শহর বার্মিংহাম থেকে সরাসরি বিমানে ফ্লাইট চালুর দাবি জানান। তিনি বলেন, সরকার প্রবাসীদের কল্যাণে প্রবাসী সেল চালু করলেও এই সেলের বাস্তব কার্যক্রম আমরা দেখি না। এয়ারপোর্টে বিপদে পড়া এবং রেমিট্যান্স যোদ্ধাদের অসহায় মুহ‚র্তে ডিসি অফিসের প্রবাসী সেলের কার্যক্রম জোরদারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে প্রবাসীদের স্বার্থে প্রতিটি হাইকমিশনে প্রবাসী মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি দেয়ার দাবি জানানো হয়। যিনি ওই দেশে প্রবাসীদের শিক্ষা, কর্ম ও দেশকে প্রমোট করার ব্যাপারে সহযোগিতা করবেন। এছাড়া দেশের স্বার্থে প্রবাসীরা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে নিয়মিত ড্রেজিং, অপরিকল্পিত বালু তোলা বন্ধ এবং নতুন খাল কেটে অনাবাদি জমিগুলোকে কৃষির আওতায় আনার আহবান জানান। তারা লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের আয় ব্যয়ের হিসাবের অডিট রিপোর্ট প্রতি বছর প্রকাশ করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জিএসসি ইউকে’র সাবেক ভাইস চেয়ার মোহাম্মদ ইছবাহ উদ্দিন, সিলেট চ্যাপ্টারের সভাপতি প্রফেসর কবির আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক, ট্রেজারার আলী আহসান হাবিব, হাজী আজমান আলী, মিজান রেজা চৌধুরী, সুলতান খান, সিলেট চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক মো নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম, মহিলা সম্পাদক শারমিন কবির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোজিনা চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক কয়েস আহমেদ সাগর, যুব বিষয়ক সম্পাদক আমিন তাহমিদ প্রমুখ।

সশস্ত্র বাহিনী দিবস আজ

কাজির বাজার ডেস্ক

আজ বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে। দেশের সকল সেনানিবাস, নৌ ঘাঁটি এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদসমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহিদদের রুহের মাগফিরাত কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন।
প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার জন্য নির্ধারিত নিজস্ব কার্যালয়ে তিন বাহিনী প্রধানের সাথে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ এবং কিছু সময় অতিবাহিত করবেন। পরে তিন বাহিনীর প্রধানগণ বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন।
সশস্ত্র বাহিনী দিবস-২০২৪’ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করবেন। এ সময় প্রধান উপদেষ্টা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক), তিন বাহিনীর প্রধানগণ, প্রধান উপদেষ্টার মূখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ও প্রতিরক্ষা সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আজ ২১ নভেম্বর বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। সংবর্ধনায় উল্লেখযোগ্য আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতিগণ, সাবেক প্রধান উপদেষ্টাগণ, উপদেষ্টা ও উপদেষ্টার পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ, বাংলাদেশে বিদেশী রাষ্ট্রদূতগণ, আন্তর্জাতিক সংস্থার প্রধান, বিচারপতি, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার মূখ্য সচিব, তিন বাহিনীর প্রাক্তন প্রধানগণ, প্রাক্তন সামরিক কর্মকর্তা, স্বাধীনতা পুরষ্কার ও একুশে পদক প্রাপ্ত ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ, স্বাধীনতা যুদ্ধের সকল বীর শ্রেষ্ঠের উত্তরাধিকারী, স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তী সময়ে ঢাকা এলাকায় বসবাসরত খেতাবপ্রাপ্ত কর্মকর্তা/তাঁদের উত্তরাধিকারী, উচ্চপদস্থ বেসামরিক কর্মকর্তা এবং তিন বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করেছে।
ঢাকা ছাড়াও বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, চট্টগ্রাম, কুমিল্লা. যশোর, রংপুর ও খুলনা সেনানিবাস/ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এদিকে, দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ঢাকার বাইরে দেশের অন্যান্য সেনা গ্যারিসন, নৌ এবং বিমান বাহিনী ঘাঁটিতেও বিভিন্ন কর্মসূচি পালিত হবে। ঢাকা, খুলনা, চাঁদপুর, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজসমূহ বেলা ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের দেখার জন্য নিকটস্থ ঘাটসমূহে অবস্থান/নোঙ্গরকৃত অবস্থায় রাখা হবে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিভিন্ন জাতীয় দৈনিকসমূহে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। এ উপলক্ষ্যে সশস্ত্র বাহিনীর পরিচালনাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মৌলভীবাজার জাতীয়তাবাদী মহিলা দল আবারও সক্রিয়

মৌলভীবাজার প্রতিনিধি

বিএনপির অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মৌলভীবাজার জেলার অবস্থাও এতদিন অনেকটা ঝিমিয়ে পড়েছিলো। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে মৌলভীবাজার জেলায় জাতীয়তাবাদী মহিলা দল আবারও সক্রিয় হয়ে উঠছে।
ইতিমধ্যে মহিলা দলের নেতৃবৃন্দ মৌলভীবাজার জেলা বিএনপির আহŸায়ক মো. ফয়জুল করিম ময়ূনের সাথে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাত করে তাদের অভিপ্রায় ব্যক্ত করেন এবং জেলা কমিটির কার্যক্রম বেগমান করতে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) নাসরিন পারভীন, সিনিয়র সহ-সভাপতি হেলেনা চৌধুরী, সিনিয়র সহ-সম্পাদক (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক) সুফিয়া রহমান ইতি, সাংগঠনিক সম্পাদক সুফিয়া সুলেমান কলি, সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামলী সূত্রধর, সহ-সাংগঠনিক আমিনা বেগম ডলি প্রমুখ।
মহিলা দলের নেতৃবন্দের ভাষ্য, বিএনপির সহযোগী এ সংগঠনে অসাংগঠনিক ব্যক্তিদের প্রাধান্য ছিল। এতে অভ্যন্তরীণ গ্রæপিং নানা সংকট আর অন্তর্কলহ। জেলা মহিলা দলের সভাপতির দায়িত্বে ছিলেন দিলশাদ পারভীন। তিনি দীর্ঘদিন অসুন্থ থাকায় রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় না থাকায় দলটি কার্যক্রম কিছুটা ঝিমিয়ে পড়ে। এছাড়াও কমিটিতে এমন অনেককেই সম্পাদক পদ দেওয়া হয়েছে, রাজনৈতিক অঙ্গনে যাদের তেমন পরিচিতি নেই এবং যারা বিগত দিনে বিএনপির রাজনীতিতে তেমন সক্রিয়ও ছিলেন না। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদকের অবহেলার কারণে তৃণমূলে দলের কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
মৌলভীবাজার জেলা বিএনপির আহŸায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, জেলা মহিলা দল ২০২২ সালে ১১ নভেম্বর ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়। এই কমিটির গঠনের পর থেকে এপর্যন্ত মিটিং মিছিল করতে দেখা যায়নি। দলের কোন কার্যক্রম সক্রিয় ছিল না। তারমধ্যে মহিলা দলের সাধারণ সম্পাদক শিল্পী বেগম, জাহানারা বেগম ও রেহানা বেগম হাসনাসহ তিনজনকে দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে বহিষ্কার করা হয়। আমি মনে করি এই মহিলা দল আগামীতে দলের জন্য কাজ করে যাবে। দলের মধ্যে মতভেদ না রেখে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমাদের এই মহিলা দলকে সারা জেলায় সুসংগঠিত করতে হবে।’

কিনব্রিজের নিচ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

নগরীর কিনব্রিজের নিচ থেকে ভবঘুরের এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা এলাকার ভার্থখলা সংলগ্ন কিনব্রিজের নিচ থেকে এ লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে স্থানীয় সূত্রে জানা যায় নিহত ব্যক্তির নাম- নুর মোহাম্মদ শাকিল (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দক্ষিণ সুরমা এলাকরা ভার্থখলা সংলগ্ন কিনব্রিজের নিচ থেকে এক ব্যক্তির বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়। তিনি মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। নিহতের বাড়ির ঠিকানা শনাক্তে কাজ করছে পুলিশ।

ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-পুলিশ। মঙ্গলবার বিকেল, সন্ধ্যায় ও রাতে মধ্যনগর, চুনারুঘাট ও মাধবপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, মঙ্গলবার বিকেল ও রাতে অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।
র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিহুর রহমান সোহেল জানান- গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চুনারুঘাট থানাধীন চন্দনা ধলাইপাড় এলাকা থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মো. কাজল (৪৫) নামের একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কাজল চন্দনা ধলাইপাড় এলাকার মৃত জহুর হোসেনের ছেলে। এদিকে শায়েস্তাগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার দল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে মাধবপুর বাজার থেকে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার দিতপুর গ্রামের ইমরান শাহ’র ছেলে শাহিন (২২) ও ফেনী জেলার পশুরাম থানার মহেশপুরষ্করনী মো. হাছানের ছেলে ওমর ফারুক (২১)।
পরে পৃথক মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃত ৩ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, সুনামগঞ্জের মধ্যনগর ৯২ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ী উপজেলার বংশীকুÐা উত্তর ইউনিয়নের গোলগাঁও গ্রামের রবি মিয়ার ছেলে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বংশীকুÐা উত্তর ইউনিয়নের ভোলাগঞ্জ সার্ব্বজনীন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। বুধবার গ্রেফতারকৃতকে আদালতে সোর্পদ করা হয়েছে।