কাজিরবাজার ডেস্ক :
বিশিষ্ট ১৫৩ নাগরিককে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় করা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় আবদুল হক ও আমিনুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গতকাল শুক্রবার বিকালে ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের তদন্ত শাখার (ডিবি) পরিদর্শক হাফিজুর রহমান আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তাঁদের এই রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের তদন্ত শাখার (ডিবি) পরিদর্শক শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস গত মঙ্গলবার বাদী হয়ে তেজগাঁও থানায় ওই মামলা করেন।
মঙ্গলবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আবদুল হককে ও গত বৃহস্পতিবার আমিনুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। গত বুধবার আবদুল হককে একদিনের রিমান্ডে নেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।