জাসাসেস আহবায়ক ও বিশিষ্ট চিত্রনয়ক হেলাল খান বলেছেন, আওয়ামীলীগ ভোটারবিহীন নির্বাচন করে ষড়যন্ত্রের মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা আকড়ে আছে। ডামি নির্বাচনে জনগনের ভোটের প্রয়োজন হয়নি, জনগনে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন নি। জনগনের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা নেই। তাই বন্যা সহ যেকোন দুর্যোগে সরকার ও আওয়ামলীগকে পাওয়া যায় না। এজন্য সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
সোমবার বিকেলে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নে বন্যায় দুর্গতদের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সভাপতিত্বে, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ ও সিদ্দিক আহমদের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমেদ রানু, শিশু বিষয়ক সম্পাদক ছিদ্দিকুর রহমান, সহ সাংস্কৃতিক সম্পাদক রায়হান এইচ খান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি নেতা রাসেল আহমেদ, মহানগর জাসাস আহবায়ক তাজ উদ্দিন মাসুম, বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতা কামাল আহমদ, তানভীর আহমদ, দৌলা হোসেন সুভাস, সাব্বির আহমদ, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক আব্দুল করিম চৌধুরী, সি.এম আরিফ, কামরুজ্জামান, আব্দুল্লাহ, সাইদ মেহদী সাদি, মহানগর সদস্য সচিব রাসেল আহমেদ রানা, মুজিবুর রহমান, হালিম রানা, ছাত্রদল নেতা আজমল হোসেন অপু প্রমূখ। বিজ্ঞপ্তি