হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক

20

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
sangorsho1_banglanews24_620959246হবিগঞ্জ সদর উপজেলার কাটাখালি গদাইনগর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কাউছার (৩০), রুবেল (২৮), উজ্জ্বল (২৬), রঙ্গু (৭০), সাহাব উদ্দিন (৪০), আব্দুল হাই (৩৫), সামসু মিয়া (৫০), আব্দুল আজিজ (১৮), জনি (২৩), কামাল (২৪), সাজিদ (২৩), আহাদ (২৫), কানাত (২০), রাসেল (১৬), লোকমান (৩৬), ফয়েজ (৪০), জিতু (৫০), বাচ্চু (৫২), রিপন (২৫), নজরুল (২৫), ফরিদ (৪৫), ময়না (৩৫), সাফিয়া (৪০), নুর ইসলাম (৫০), রানু আক্তার (৩০), মতিন মিয়াসহ (৩৮) ৮১ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার কাটাখালি গদাইনগর গ্রামের মৃত ফজর রহমানের ছেলে লুৎফুর রহমান ও সাফায়াত উল্লার ছেলে মুখলিসের (৪৫) সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে একই গ্রামের ইয়াসিন উল্লার (৫২) দীর্ঘদিনের বিরোধ রয়েছে।
এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ লাটি-সোটা ও ফিকলসহ বিভিন্ন দেশি অস্ত্র ব্যবহার করে। এতে উভয়পক্ষের প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়। পরে স্থানীয় লোকজন  সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।