দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন জনগণের দুর্দশা লাগবে জনপ্রতিনিধিদেরকে আন্তরিকভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার গ্রামীণ জনপদের অবকাঠামোগত উন্নয়নে বিশ্বাসী। তাই রাস্তা ঘাট, ব্রিজ কালবাট ও পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করছে। যার ফলে জনগণ এ সরকারের প্রতি আস্থাশীল। গত ২৫ নভেম্বর দুপুরে উপজেলার ২নং বরাইকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাজিরখলা গ্রামে সাবেক ড্রেনের মুখ হতে হাজী শরিফ উদ্দিনের বাড়ীর সামন পর্যন্ত উপজেলা ১% রাজস্ব খাত তহবিল থেকে ১ লক্ষ টাকা ব্যয়ে ৯৮ ফুট দৈর্ঘ্য এবং ২৯ ইঞ্চি প্রস্থ ২ফুট উচ্চতা পাকা ড্রেন নির্মাণ শেষে উদ্বোধন কালে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবীব হোসেন। ইউপি সদস্য আতাউর রহমান, মহিলা সদস্য মাহমুদা ইসলাম চৌধুরী, বিশিস্ট মুরব্বি পটল কুমার কর, সুশিল দেবনাথ, নির্মল দেবনাথ, মোঃ আবুল হোসেন, হাজী শরিফ উদ্দিন, সৈয়দ মুহিবুর রহমান মিছলু, মোঃ বদরুল আলম, চেয়ারম্যানের ব্যক্তিগত সেক্রেটারী মোঃ বাহার উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি