আরব বিশ্বের প্রথম নারী স্পিকার

7

কাজিরবাজার ডেস্ক :
আরব বিশ্বে ইতিহাস সৃষ্টি করলেন আমাল আল কুবাইসি। তিনি সংযুক্ত আরব আমিরাতের পার্লামেন্ট ‘ফেডারেল women_91560ন্যাশনাল কাউন্সিল’র প্রথম নারী স্পিকার নির্বাচিত হয়েছেন। তিনিই আরব বিশ্বের প্রথম নারী স্পিকার।
গত বৃহস্পতিবার এ পদে কুবাইসিকে নির্বাচিত করে দেশটির পার্লামেন্ট।
এর আগে গত অক্টোবরে আরব আমিরাতের ৭৯ হাজার ভোটার ৪০ সদস্যবিশিষ্ট এফএনসির ২০ সদস্যকে নির্বাচিত করেন। বাকিরা দেশটির অন্যান্য প্রদেশের ইলেকটোরাল কলেজের প্রতিনিধি হিসেবে মনোনীত হন।
আরব বিশ্বের প্রথম নারী স্পিকার হওয়ায় নিজেকে গর্বিত বোধ করছেন বলে এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন আল কুবাইসি।
প্রসঙ্গত, ২০০৬ সালে কাউন্সিলের প্রথম নারী সদস্য মনোনীত হয়েছিলেন কুবাইসি। ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রিধারী কুবাইসি একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।