কোম্পানীগঞ্জে বিজিবির অভিযানে ২ ট্রাক ভারতীয় চিনি আটক

10

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ২টি ট্রাক বোঝাই ভারতীয় চিনি আটক করেছে। সোমবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার পাড়ুয়া ও বটেরতল থেকে চিনিগুলো আটক করা হয়। এদিন বিকেলে কালাসাদেক বিওপিতে প্রতি কেজি ১০৯ টাকা দরে নিলামে বিক্রি করা হয়। এর আগে গত ৩ মে বিজিবি অভিযান চালিয়ে কলাবাড়ি মাদ্রাসার পাশ থেকে বড় এটি চিনির চালান আটক করেছিল। বিজিবি প্রায়ই অভিযান চালিয়ে চিনি ফুচকাসহ ভারতীয় মালামাল আটক করছে। তবে ব্যবসায়ীরা বলছেন, পুলিশকে ম্যানেজ করেই তারা মালামাল পরিবহন করেন। যার কারণে পুলিশ ভারতীয় মালামালের গাড়ি আটক করে না।
জানা যায়, কালাসাদেক বিওপির কোম্পানি কমান্ডার জাকির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে পাড়ুয়া বদিকোনা ও বটেরতল থেকে চিনি বোঝাই ২টি ট্রাক কালাসাদেক ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। রাতভর অভিযান চালিয়ে বিজিবি সকালে ভারতীয় চিনিগুলো আটক করে। বিকালে সেই চিনি সুজন মিয়া নামের একজন নিলামে ক্রয় করেন।
কালাসাদেক বিওপির কোম্পানি কমান্ডার জাকির হোসেন বলেন, পাড়ুয়া থেকে অভিযান চালিয়ে আমরা চিনিগুলো আটক করেছি। এদিন বিকেলে সেগুলো নিলাম দেওয়া হয়েছে।