বিপিএলের জমকালো উদ্বোধন

43

স্পোর্টস ডেস্ক :
আইয়ুব বাচ্চু, চিরকুট, মমতাজ, কেকের সুরের মূর্ছনা আর জ্যাকুলিন, হৃত্বিকের নৃত্যের ছন্দে যাত্রা শুরু হলো 2015_11_20_23_47_58_7eph2sFrb18lXLx3dgc2wzqPLx3Mrw_originalবাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর তৃতীয় আসরের। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধন করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
গতকাল শুক্রবার রাতে লাল-নীল আলোয় আলোকিত হয়ে উঠে মিরপুরের আকাশ। আতশবাজি-লেজার রশ্মির ঝলকানিতে পুরো মিরপুর আলোকিত হয়ে উঠে। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসরের উদ্বোধন উপলক্ষে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রায় ১৫ মিনিট ধরে চলে আতশবাজির আলোর নাচন।
আর দেশি-বিদেশি শিল্পীদের সুরের মূর্ছনায় এ আয়োজন হয়ে উঠেছিল আরও প্রাণবন্ত। জমকালো এ আয়োজনকে পরিপূর্ণ করে তুলেছিলেন বলিউড তারকা হৃত্বিক রোশন ও শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। তাদের সাবলীল পারফর্ম্যান্স সবাইকে করেছে মুগ্ধ।
সূর্য পশ্চিমাকাশে হেলে পড়তেই শুরু হয়ে যায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমেই নৃত্য শিল্পী মৌ তার দল নিয়ে স্টেজে পারফর্ম করেন। এরপর আইয়ুব বাচ্চু কণ্ঠ বিমোহিত করে সবাইকে। তিনি একে একে নিজের জনপ্রিয় সাতটি গান পরিবেশনা করেন।
বাচ্চু বিদায় নেয়ার পর হালের জনপ্রিয় আরেক ব্যান্ড দল চিরকুট পারফর্ম্যান্স করে। দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে চিড়কুট ব্যান্ড তাদের পরিবেশনা শুরু করে। পরে জনপ্রিয় ফোক শিল্পি মমতাজ প্রায় ৪০ মিনিট স্টেজ মাতিয়ে রাখেন।
রাত আটটায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আনুষ্ঠানিকভাবে বিপিবিএলের তৃতীয় আসরের উদ্বোধন ঘোষণা করে রিমোটের বাটন চেপে আতশবাজির মাধ্যমে পর্দা উন্মোচিত করেন জমজমাট এ ক্রিকেট আসরের।
এ সময় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপরই মঞ্চে আসেন ৬ ফ্রাঞ্চাইজির ৬ তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, নাসির হোসেন ও সৌম্য সরকার।
সন্ধ্যা ৭টায় ভারতীয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের স্টেজে উঠার কথা থাকলেও তিনি পরিবেশনা শুরু করেন রাত আটটার পর। তার পরিবেশনার ফাঁকে ফাঁকেই চলে আতশবাজির ঝলকানি। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ লঙ্কান সুন্দরী ও বলিউড সেলিব্রেটি জ্যাকুলিন ফার্নান্দেজ এবং বলিউড তারকা হৃত্বিক রোশন পারফর্ম করেন। তাদের নজরকাড়া পারফর্ম্যান্স আগত দর্শকদের সব কষ্ট ভুলিয়ে দেয়। সবশেষ লেজার শো ও আতশবাজির জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় তৃতীয় এ আসরের উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানের বাজেট প্রায় সাড়ে তিন কোটি টাকা। ফলে টিকেটের মূল্যও ছিলো আকাশছোঁয়া। টিকেটের মূল্য যথাক্রমে প্লাটিনাম ২০ হাজার, গোল্ড ১০ হাজার, গ্র্যান্ড স্ট্যান্ড ৪ হাজার, সাধারণ ৩০০ ও ২০০ টাকা। যারা মাঠে যেতে পারেননি তারা অনুষ্ঠান দেখেছেন চ্যানেল নাইনের পর্দায়।