ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ব্যবধানে হারাল নিউজিল্যান্ড

8
HAMILTON, NEW ZEALAND - DECEMBER 06: Shannon Gabriel of the West Indies looks dejected after being dismissed by Neil Wagner of New Zealand, who is congratulated by Will Young of New Zealand (L-R) on taking the final wicket during day four of the First Test match in the series between New Zealand and the West Indies at Seddon Park on December 06, 2020 in Hamilton, New Zealand. (Photo by Kai Schwoerer/Getty Images)

স্পোর্টস ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১৩৪ রানে জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের করা ৫১৯ রানের জবাবে প্রথম ইনিংসে ১৩৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১৯৬ রান করে ক্যারিবীয়রা। তাই ইনিংস হার এড়াতে হাতে থাকা ৪ উইকেট নিয়ে ১৮৫ রান করতে হতো ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু রবিবার ম্যাচের চতুর্থ দিন ২৪৭ রানে অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা।
হ্যামিলটনে গত বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন শেষে ৭৮ ওভারে ২ উইকেটে ২৪৩ রান করেছিল নিউজিল্যান্ড। উইলিয়ামসন ৯৭ রানে অপরাজিত ছিলেন। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনের ১৫তম বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
এদিন ডাবল সেঞ্চুরিও পূর্ণ করেন উইলিয়ামসন। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরির স্বাদ পান তিনি। ৬২৪ মিনিট ক্রিজে থেকে ৪১২ বল মোকাবেলায় ৩৪টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারিতে ২৫১ রান করেন উইলিয়ামসন।
শুক্রবার দিনের শেষ ভাগে ২৬ ওভার ব্যাট করার সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্র্যাথওয়েট ২০ ও জন ক্যাম্পবেল ২২ রানে অপরাজিত ছিলেন।
শনিবার ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয় ১৩৮ রানে। ফলো অনে পড়ে তারা আবার ব্যাট করতে নামে। তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৯৬ রান।
দলীয় ৮৯ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর ব্লাকউড ও আলজারি যোসেফের ব্যাটিং দৃঢ়তায় লড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন শেষে ব্যক্তিগত ৮০ রানে অপরাজিত থাকেন ব্লাকউড। ৫৯ রান করে অপরাজিত থাকেন যোসেফ।
রবিবার ব্লাকউড ব্যক্তিগত সেঞ্চুরি করেন। ১০৪ রান করে আউট হন তিনি। ৮৬ রান করে আউট হন আলজারি যোসেফ। ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ২৪৭ রানে। ম্যাচ সেরা হয়েছেন কিউই অধিনায়ক কেন কেন উইলিয়ামসন।
সংক্ষিপ্ত স্কোর
ফল: ইনিংস ও ১৩৪ রানে জয়ী নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৫১৯/৭ডি (১৪৫ ওভার)
(লাথাম ৮৬, ইয়ং ৫, উইলিয়ামসন ২৫১, টেইলর ৩৮, নিকোলস ৭, ব্লান্ডেল ১৪, মিচেল ৯, জেমিসন ৫১*, সাউদি ১১*; রোচ ৩/১১৪, গ্যাব্রিয়েল ৩/৮৯, হোল্ডার ০/৬০, যোসেফ ১/৯৯, চেজ ০/১০৯, ক্রেইগ ০/১৪)।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৩৮ (৬৪ ওভার)
(ক্রেইগ ২১, ক্যাম্পবেল ২৬, ব্রুকস ১, ড্যারেন ব্রাভো ৯, চেজ ১১, ব্লাকউড ২৩, হোল্ডার ২৫*, যোসেফ ০, রোচ ২, গ্যাব্রিয়েল ১, ডাউরিচ (অ্যাবেসন্ট হার্ট); সাউদি ৪/৩৫, বোল্ট ১/৩০, জেমিসন ২/২৫, ওয়াগনার ২/৩৩)।
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ২৪৭ (৫৮.৫ ওভার)
(ক্রেইগ ১০, ক্যাম্পবেল ২, ড্যারেন ব্রাভো ১২, ব্রুকস ২, চেজ ৬, ব্লাকউড ১০৪, হোল্ডার ৮, যোসেফ ৮৬, রোচ ০*, গ্যাব্রিয়েল ০, ডাউরিচ (অ্যাবসেন্ট হার্ট); সাউদি ১/৬২, বোল্ট ১/৬৩, ওয়াগনার ৪/৬৬, জেমিসন ২/৪২, মিচেল ১/৭)।
ম্যাচ সেরা: কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)।