প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস এর সাথে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রেজি নং এস-১২০৬৮, সিলেট জেলা শাখার সভাপতি জেসমিন সুলতানা ও সাধারণ সম্পাদক প্রমথেশ দত্ত এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিলেট সার্কিট হাউসে গতকাল বুধবার বিকাল ৩টায় সাক্ষাৎ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় উপ পরিচালক তাহমিনা খাতুন, সিলেট পিটিআই এর সুপারিনটেন্ডেন্ট শামীম আরা বেগম, সহকারী শিক্ষক সমিতি জেলা শাখার সহ সভাপতি স্বপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র দাস, নাসির উদ্দিন, আব্দুল মালেক রাঢ়ী, শামীম আহমদ, বুরহান উদ্দিন, মিটন চন্দ্র দাস, কল্যাণব্রত বিশ্বাস, মোহাম্মদ আলী কবির, মোহাম্মদ শামসুদ্দিন, শেখ নুরুল ইসলাম, মাহবুবুর রহমান শিবলু, সবুজ চন্দ্র দাস, আমিনা সুলতানা, ফারহানা বেগম, পম্পা রানী দাস, মানিক মিয়া, নুরুল হক শামীম, দেবাংশু তালুকদার।
প্রতিনিধি দল সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য ও শতভাগ পদন্নোতি সহ ৫দফা দাবী নিয়ে সচিব এর সাথে আলোচনা করলে তিনি জানান আপনাদের বেতন বৈষম্যের বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনাধীন। অচিরেই সেটি নিষ্পত্তি হবে বলে আশ্বস্ত করেন। পদোন্নতির ব্যাপারে তিনি বলেন, বর্তমানে পূর্বের ন্যায় ৬৫% হিসেবে নিয়োগ দেওয়া হবে। আগামীতে ৭৫% করার সম্ভাবনা রয়েছে। ২০০৩ সালের এডিবি প্রকল্পের আওতাধীন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের টাইম স্কেলের ব্যাপারে আলোচনা করা হয়। সেক্ষেত্রে তিনি বলেন, এখন সেটি কোন প্রকল্পের নয় সম্পূর্ণ রাজস্ব খাতের। পূর্বে এ বিষয়ে জটিলতা ছিল তা এখন দ্রুত সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন। বিজ্ঞপ্তি