স্টাফ রিপোর্টার :
সিলেট-তামাবিল সড়কের পীরেরবাজারে বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিক্ষুব্ধ জনতা। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত স্কুল ছাত্রীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে স্থানীয় জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। তবে তার নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাফলং থেকে সিলেট নগরীর উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস সিলেট-তামাবিল সড়কের পীরের বাজারে এক স্কুলছাত্রীকে ধাক্কা দেয়। এতে ওই ছাত্রী গুরুতর আহত হয়। এ ঘটনার পর পীরের বাজার জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতা ও শিক্ষার্থীদের শান্ত করেন। পরে অবরোধ তুলে নিলে পুনরায় সিলেট-তামাবিল সড়কে যান চলাচল শুরু হয়।