মুক্তিযোদ্ধার সন্তান সমুজ আলীর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বনগাঁও সীমান্তে প্রতিবাদ সভা

36

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জে মুক্তিযোদ্ধার সন্তান সমুজ আলী ও তার পরিবারের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা সম্পন্ন হয়েছে। আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যৌথ উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার বনগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ১৫ নভেম্বর রবিবার বিকেল ৩টায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সিদ্দিক আলীর সভাপতিত্বে ও মোঃ শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জালাল উদ্দিন জাহান, জেলা আহবায়ক সাংবাদিক আল-হেলাল, সদস্য সচিব কেবি মুর্শেদ জাহাঙ্গীর, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল খালিক, অলক রাজা, প্রজন্ম লীগের উপজেলা সভাপতি মইন উদ্দিন, উপদেষ্টা মোহাম্মদ আলী নিশা, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাদেক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজ মিয়া, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক আবুল লেইছ, প্রচার সম্পাদক আমিনুর রহমান, পৌর কমিটির সভাপতি খোকন মিয়া, কাইয়্যুম মিয়া, জাহাঙ্গীর নগর ইউপি কমিটির সভাপতি আফাজ উদ্দিন মেম্বার, সহ-সভাপতি মহসিন মিয়া, সাধারণ সম্পাদক সাহাজ উদ্দিন, সলুকাবাদ ইউনিয়ন সভাপতি বাদল মিয়া, আব্দুল আজিজ, গেদু মিয়া, নাছির মিয়া, আব্দুল সালাম, মোহাম্মদ আলী চিশতি, রঙ্গারচর ইউনিয়ন কমিটির আহবায়ক সমুজ আলী, গোলাপ মিয়া ও জালাল মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাউল কামাল পাশা রচিত সঙ্গীত পরিবেশন করেন বাউল আমজাদ পাশা। বক্তারা সমুজ আলীর উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার ক্ষমতায় থাকার পরও ৭১ এর পরাজিত শক্তি সংঘবদ্ধ থেকে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদেরকে হামলা মামলায় ক্ষতিগ্রস্ত করছে। তারা মুক্তিযোদ্ধার সন্তান ভুক্তভোগী সমুজ আলী কর্তৃক সুনামগঞ্জ সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরীর কাছে দায়েরকৃত ও এস আই রিপন এর কাছে তদন্তাধীন মামলার অভিযোগটি এফআইআরের জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহবান জানান।