এই শীতে

30

অনিতা দেবনাথ আন্না

শীত এলো কেউ বলে আকাল
কাবু আলাল দুলাল,
রোদ এসে চুমু খায় চুপি
চুপি বারান্দার গাল।

কদর বাড়ে কম্বল কাঁথার
শরীরে সুয়েটার,
জলের কাছে কেউ ধারে না
ধার, চাদর কুয়াশার।

খড় বরফ কুচি শিশিরে
একাকার তো ভিজে,
খড় কুড়ানী মেয়েটি আজ
শীতে যাবে পিষে।