নিজাম নুর, জামালগঞ্জ থেকে :
জামালগঞ্জে লেগুনা, সিএনজি ও অটোরিক্সা ভাড়া নির্ধারণের অনিয়ম ভাবে বৃদ্ধি করায় জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার সর্বস্তরের জনগণ। গতকাল বৃহস্পতিবার সকালে ৯৬ জন যাত্রীর লিখিত একটি আবেদন পত্র জমা করেন। অভিযোগকারি কলকৎখাঁ গ্রামের আবু তাহের, কামলাবাজ গ্রামের ফজলুল হক, মল্লিকপুরের রহিছ উদ্দিন প্রমুখ। জামালগঞ্জ উপজেলাধীন নোয়াগাঁও বাজার হতে কলৎখাঁ, জামালগঞ্জ হতে সুনামগঞ্জ, সুনামগঞ্জ হতে দিরাই রাস্তা পর্যন্ত যাতায়াত ভাড়া বৃদ্ধি করেছে। সরকারী ভাবে কোন ভাড়া নির্ধারণ করা হয়নী। সেই সুবাধে কিছু লেগুনা, সিএনজি ও অটোরিক্সা চালকরা জন সাধারণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে। অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য প্রতিবাদ করলে বিপাকে পড়তে হয়। এমনকি শারীরিক ভাবে নির্যাতন করে গাড়ী চালকের হেলপার দিয়ে। পথযাত্রী নাহার রায় বলেন, সুনামগঞ্জ থেকে পূর্বে ভাড়া ছিল ৫০ টাকা আজ আমার কাছ থেকে জোর করে ৬০ টাকা আদায় করছে এমনী ভাবে প্রত্যেক যাত্রীর কাছ থেকে অতিরিক্ত টাকা উত্তোলন করে। আবেদনে উল্লেখ্য যে জন সাধারণের যাতায়াতের সুবিধার্থে লেগুনা, সিএনজি ও অটোরিক্সা ভাড়া নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান। এ ব্যপারে সিএনজি ড্রাইভার রকিব উদ্দিনের কাছে জানতে চাইলে, ড্রাইভার বলেন, আমরা মালিক সমিতির নিয়ম অনুয়ায়ী ভাড়া বৃদ্ধি করেছি তবে এ ব্যপারে সরকারী নিয়ম নিতি আছে কি না আমি জানিনা। প্রায় ১ মাস যাবৎ ভাড়া বৃদ্ধি করে ড্রাইভাইরা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। বিষয়টি অবগতের জন্য স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশসনের সুদৃৃষ্টি কামনা করেন।