শ্রীমঙ্গলে সাংবাদিক নির্যাতনের ঘটনা ॥ স্ত্রীর দায়ের করা মামলায় ডিবির প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে বাদীর নারাজী দাখিল

22

শ্রীমঙ্গল থেকে সংবাদদাতা :
শ্রীমঙ্গল থানার ষ্ট্যান্ড রিলিজ হওয়া সাবেক ওসি জলিল কর্তৃক সাংবাদিক সাইফুল ইসলামকে নির্যাতনের ঘটনায় স্ত্রী রুমি বেগমের মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দায়েরকৃত মামলায় মৌলভীবাজার গোয়েন্দা সংস্থা (ডিবি), আসামী ওসি আব্দুল জলিল গংদের পক্ষে মিথ্যা তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরন করায় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজী দাখিল করেছেন।
গতকাল ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মৌলভীবাজার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বাহাউদ্দিনের আদালতে মামলার বাদী রুমি বেগম নারাজি দাখিল করেন । এ সময় উপস্থিত ছিলেন বাদীর মামলা আইনজীবী এড: জালাল উদ্দিন ও রোদ্র জিৎ ঘোষ।
রুমি বেগমের আইনজীবী এড: জালাল উদ্দিন বলেন, আদালত নারাজির পরি-প্রেক্ষিতে মৌলভীবাজার জেলা কারাগার থেকে সাংবাদিক সাইফুল ইসলামে চিকিৎসাজনিত সকল মেডিকেল প্রতিবেদন আদালতে প্রেরণের জন্য জেল সুপার আল-মামুন কে নির্দেশ দিয়েছেন। মেডিকেল প্রতিবেদন পাওয়ার পর আদালত আসামীদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিবে।
তার আগে মৌলভীবাজার গোয়েন্দা সংস্থা (ডিবি) উপ-পরিদর্শক মো: রশিদ উদ্দিন গত ৩০ আগস্ট ২০১৫ ইং তারিখে কথিত প্রতিবেদন আদালতে জমা দেন।