সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল থেকে :
মৌলভীবাজার-৩(মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনের উপ-নির্বাচনে এ পর্যন্ত মনোনয়ন দাখিল করেছেন আওয়ামীলীগ, বিএনএফ ও স্বতন্ত্র প্রার্থীসহ ৫ জন। তার মধ্যে আওয়ামীলীগের ১জন, জাতীয় পাটি ১জন, বিএনএফ ১জন ও স্বতন্ত্র প্রার্থী ২ জন।
গতকাল ১১ নভেম্বর বুধবার জেলা নির্বাচন কার্যালয়ে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর সহধর্মিনী সৈয়দা সায়রা মহসিন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এসএম আজহারুল হক, ও রিটানিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মো:ইস্তাফিজুল হক আকন্দ এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন ।
বাংলাদেশ আওয়ামীলীগ সায়রা মহসিন, বিএনএফ এর জাতীয় নির্বাহী আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল হোসেন (আশরাফ) ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ খুরশেদ, জাতীয় পার্টির সৈয়দ নুরুল হক ও স্বতন্ত্র সোহেল আহমদ মনোনয়ন দাখিল করেন।