হবিগঞ্জ-১ আসনের এমপি আলহাজ্ব দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী বলেছেন, মানবতার ডাকে সাড়া দিয়ে মহামারী করোনার কারণে দেশের বিভিন্ন এলাকার গৃহবন্দী দুর্গত মানুষের সহায়তায় প্রবাসীরা হাত প্রসারিত করেছেন, যা আমাদের আশাবাদী করেছে। সরকারের পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতা দেয়া হচ্ছে। কিন্তু প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে আমরা মনে করি। তাই দুর্ভোগকবলিত মানুষের সাহায্যে সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
গত (২০ মে) বুধবার বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়াস্থ মাটি ও মানুষের নেতা, সিলেটের কৃতি সন্তান, সাবেক এমপি মরহুম আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর বাড়ি প্রাঙ্গণে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক ও কল্যাণমুখী সংগঠন শাহ ইকবাল চিশতি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে এলাকার ঘরবন্দি দুর্গতদের মধ্যে খাদ্যসহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। ট্রাস্টের বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রকিবুল আলম রকি’র পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাহুবল চন্দ্রচুরি দরবার শরীফের গদীনশীন পীর সৈয়দ আব্দুল গাফফার মিলাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুল মোহিত চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, নবীগঞ্জ পৌর আ’লীগ সদস্য এটিএম রুবেল, নবীগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি বাবলু আহমদ। ট্রাস্টের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন অন্যতম উপদেষ্টা, সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর। বিজ্ঞপ্তি