জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
জকিগঞ্জের আনোরাশী হতে রহিমখার চক সরকারী প্রাথমিক বিদ্যালয়মুখী ৮ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা পাকা করণ ও রহিমখার চক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাধ্যমিক লেভেলের শিক্ষাকার্যক্রম চালুর দাবিতে গতকাল সোমবার এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি আওয়ামীলীগ নেতা মুহি উদ্দিনের সভাপতিত্বে ও আব্দুর রহিম ঝংকির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দর, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, নাসিম আহমদ, আব্দুল আহাদ, সিরাজুল ইসলাম শিরু, রহিমখার চক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফাহিম আহমদ মেম্বার, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান, ইউপি আওয়ামীলীগ সহ সভাপতি ফয়েজ আহমদ শাহিন, সাধারণ সম্পাদক সাবু আহমদ, মাহতাব আহমদ, সাব্বির আহমদ, সালেহ আহমদ প্রমুখ। সভায় রহিমখার চক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফাহিম মেম্বার দাবী জানিয়ে বলেন, প্রায় ৮ গ্রামের মানুষের একমাত্র যাতায়ত রাস্তার অবস্থা নাজুক। বর্ষা মৌসমে এলাকার শিক্ষার্থী ও জনসাধারণ দুর্ভোগের শিকার হন। একটি মাধ্যমিক স্কুলের কারণে এলাকার শিক্ষার্থীরা প্রাথমিকের গন্ডি পেরিয়ে মাধ্যমিক স্কুলের দূরত্ব বেশী হওয়ায় শিক্ষার্থীরা ঝরে পড়ে। তিনি রহিমখার চক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাধ্যমিক লেভেলের পাঠদান চালু করতে সহযোগিতা কামনা করেন। বিভিন্ন বক্তার বক্তব্যে জবাবে লোকমান উদ্দিন চৌধুরী বলেন, বর্তমান সরকার উন্নয়নমুখী। এ সরকারের আমলে এলাকার শিক্ষার মান উন্নয়ন ও রাস্তার সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে। বিজ্ঞপ্তি