১৪ লাখ টাকা ও অস্ত্রসহ ছিনতাইকারী আটক

43

rejaস্টাফ রিপোর্টার :
নগরীর আম্বরখানা থেকে ছিনতাইকৃত ১৪ লাখ টাকাসহ এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে গুঁড়ো মরিচ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে। আটককৃত খালেদ হাসান রবিউল (৩০) খুলনার হরিণটানা থানার হামিদনগর গ্রামের মৃত মাহমুদ হাসানের ছেলে।
গ্লোবাল ফার্মাসিউটিক্যাল এর ডেপুটি ম্যানেজার জানান, নগরীর দর্শন দেউড়ি এলাকার রাজার গলিস্থ গ্লোবাল ফার্মাসিউটিক্যাল এর হিসাবরক্ষণ কর্মকর্তা আহমদ হোসেন ১৪ লাখ ৪৭ হাজার ৫৩০ টাকা নিয়ে আম্বরখানা ডাচ বাংলা ব্যাংকে যান। তার সাথে ছিলেন গ্লোবাল ফার্মাসিউটিক্যাল খুলনা ব্রাঞ্চের কর্মচারি রবিউল ইসলাম খালেদ। ব্যাংকে ঢুকার আগেই আহমদ হোসেনের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন খালেদ। এ সময় আহমদ হোসেনের চিৎকারে আশপাশের লোকজন এসে জড়ো হন। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে এসে খালেদকে আটক করে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহলে আহমদ জানান, নগরীর দর্শনদেউড়ি এলাকার রাজার গলি থেকে গ্লোবাল ফার্মাসিউটিক্যাল এর কর্মকর্তার কাছ থেকে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় রবিউলকে কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক সামছু আহমদের নেতৃত্বে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ছিনতাইকৃত ১৪ লাখ টাকাও ছাড়াও মরিচের গুঁড়ো এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পূর্বে রবিউল গ্লোবাল ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতো বলেও জানিয়েছে তিনি। বর্তমানে কোতোয়ালি থানায় রবিউলকে জিজ্ঞাসাবাদ চলছে।