সুনামগঞ্জে ভারতীয় মদ আটক

37

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জে ২২ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ আটক করেছে বিজিবি। আটককৃত মদের মূল্য ৩৩হাজার টাকা। স্থানীয়রা জানায়-প্রতিদিনের মতো গত সোমবার গভীররাতে ডিবি থাকা বিতর্কিত এসআই জামালের নেতৃত্বে সীমান্তে ১২১৬ এর ৫ এস সংলগ্ন চিনাউড়া এলাকা দিয়ে চোরাচালানীরা ভারত থেকে অবৈধভাবে মদ পাচারের সময় বনগাঁও ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২২বোতল মদ আটক করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যায়। এ ব্যাপারে বিতর্কিত এসআই জামাল বলেন-আমার হাত অনেক লম্বা, তোরা আমরা বিরুদ্ধে পত্রিকায় লিখে কিছু করতে পারবি না আমার সাথে বাড়াবাড়ি করলে মামলায় ফাঁসিয়ে দেব। সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন বলেন-সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ,সকল ধরনের চোরাচালানসহ যেকোন ধরনের অপতৎপরতা প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।