তামাবিল দিয়ে তিন বাংলাদেশীকে ফেরত দিল ভারতীয় বিএসএফ

46

কে. এম. লিমন, গোয়াইনঘাট থেকে :
গোয়াইনঘাটের তামাবিল সীমান্ত দিয়ে তিন বাংলাদেশী নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতের কারাগারে প্রায় তিন বছর সাজা ভোগের পর বিএসএফ সদস্যরা গত শনিবার সন্ধ্যায় তামাবিল চেকপোস্ট দিয়ে তাদেরকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফেরত প্রাপ্তরা হলেন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের নরেশ দাশ’র ছেলে পরেশ দাশ (২৯), দিরাই উপজেলার বাশবী গ্রামের আব্দুর রহিমের ছেলে আবদাল মিয়া (২৭) ও একই উপজেলার জগদ্দল গ্রামের বশির মিয়ার ছেলে লোকমান মিয়া (৩০)।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর পূর্বে পরেশ, আবদাল মিয়া ও লোকমান মিয়া বেনাপোল স্থল বন্দর এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ করে। এরপর সেখান থেকে তারা তিনজন মিলে ভারতের জম্মুকাশ্মীর সীমান্ত অতিক্রম করে পাকিস্তান যাওয়ার সময় ভারতীয় বিএসএফ তাদেরকে আটক করে।
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের কারাগারে দুই বছর ৯ মাস সাজা ভোগ শেষে ভারতীয় বিএসএফ গত শনিবার সন্ধ্যায় তামাবিল চেকপোস্ট দিয়ে তাদেরকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আব্দুল হান্নান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।