গতকাল সোমবার বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন উপলক্ষে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্যানেল এর নেতৃবৃন্দ সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দের সাথে এক মতবিনিময় ও নির্বাচনী পরিচিতি সভায় মিলিত হন। সমিতির যুগ্ম সম্পাদক মোস্তফা দিলওয়ার আল-আজহার এডভোকেট এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ.কে.এম. শমিউল আলম এডভোকেট। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক মোহাম্মদ হীরা মিয়া এডভোকেট ও পবিত্র গীতা থেকে পাঠ করেন সন্তোষ কান্তি ভট্টাচার্য্য এডভোকেট। সভার শুরুতে বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম.আমীর-উল-ইসলাম সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীগণকে পরিচয় করিয়ে দেন। তিনি তার বক্তব্যে নবীন আইনজীবীদের প্রশিক্ষণের বিকল্প নেই, বাংলাদেশ বার কাউন্সিল পরিচালিত লিগ্যাল এডুকেশন ট্রেইনিং প্রোগ্রাম চালু করা, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বৃদ্ধি করাসহ সর্বোপরি দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থীগণকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বেনিভলেন্ট ফান্ড সমৃদ্ধ করাসহ আইনজীবীদের কল্যাণে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীগণ সচেষ্ট থাকবেন বলে প্রত্যয় ঘোষণা করেন। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রুকন উদ্দিন মাহমুদ ও এডভোকেট আব্দুল বাসেত মজুমদার। সভায় আরোও বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য আব্দুল মতিন খসরু এডভোকেট এম.পি., এডভোকেট পরিমল চন্দ্র গুহ (পি.সি.গুহ), এডভোকেট জেড.আই.খান পান্না, এডভোকেট শ.ম. রেজাউল করিম, বার কাউন্সিলের সদস্য ব্যারিস্টার তানিয়া আমীর ও বৃহত্তর কুমিল্লা-সিলেট অঞ্চলের প্রার্থী সিলেট জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল)। এছাড়াও সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অশোক পুরকায়স্থ এডভোকেট, আওয়ামী আইনজীবী পরিষদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহমদ, অতিরিক্ত পি.পি. ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, সুপ্রিম কোর্ট বারের আইনজীবী এডভোকেট বেলায়েত হোসেন প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ফখরুদ্দিন আহমদ এডভোকেট, সাবেক সভাপতি আব্দুল খালিক এডভোকেট, সাবেক সভাপতি এ.কে.এম. শিবলী এডভোকেট, সাবেক সভাপতি মোঃ জামিলুল হক জামিল এডভোকেট, সাবেক সভাপতি এ.এফ. মোঃ রুহুল আনাম চৌধুরী (মিন্টু) এডভোকেট, খোন্দকার মুবাশ্বির আলী এডভোকেট, সিলেটের সরকারী কৌসলী (জি.পি.) খাদেমুল মিল্লাত মোঃ জালাল এডভোকেট, মহানগর দায়রা জজ আদালতের পি.পি. মফুর আলী এডভোকেট, সাবেক জি.পি. আব্দুল মান্নান এডভোকেট, স্পেশাল পি.পি. নওশাদ আহমদ চৌধুরী এডভোকেট, স্পেশাল পি.পি. আব্দুল মালেক এডভোকেট, স্পেশাল পি.পি. শাহ মোশাহিদ আলী এডভোকেট, স্পেশাল পি.পি. কিশোর কুমার কর এডভোকেট, আওয়ামী আইনজীবী পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি মনির উদ্দিন এডভোকেট, আওয়ামী আইনজীবী পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম এডভোকেট, সমিতির সহ সভাপতি-২ আব্দুল হাই এডভোকেট, সমাজ বিষয়ক সম্পাদক সালেহ আহমদ হীরা এডভোকেট ও সহ-সম্পাদক ইকবাল আহমদ এডভোকেট প্রমুখ। বিজ্ঞপ্তি