তাঁতিপাড়ায় হেলে পড়েছে তিন তলা ভবন

41

sa-2স্টাফ রিপোর্টার :
নগরীর তাঁতিপাড়া এলাকায় একটি পুরনো তিনতলা ভবন হেলে পড়েছে। পরপর দু’দিনের ৪ দফা ভূমিকম্পের প্রভাবে ভবনটি পূর্বদিকে লাগোয়া ছয়তলা ভবনের গায়ে হেলে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কখন ভবনটি হেলে পড়ে তা এর বাসিন্দা বা এলাকাবাসী কেউই টের পাননি। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে এলাকার লোকজন বাসাটিকে পূর্বদিকে হেলে পড়া অবস্থায় দেখতে পান। ভবনটিতে কয়েকটি ফাটলও দেখা দিয়েছে। এই ভবনটির নিচতলায় ফ্রিজ মেরামতের কারখানা এবং দ্বিতীয় ও তৃতীয়তলায় লোকজন বসবাস করে। নাম প্রকাশ না করার শর্তে ভবনের বাসিন্দা ও এলাকাবাসী জানান, তারা তীব্র আতংকে রয়েছেন। কারণ ভবনটি যেকোন সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে।
এদিকে, গত রবিবার দুপুরে দ্বিতীয় বার ভূকম্পন অনুভূত হলে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীর মাঝে ভূমিকম্প আতঙ্কগ্রস্থ হয়ে উঠেন শিক্ষার্থীরা। ভূমিকম্পের সময় বিশ্ববিদ্যালয়টির সুরমা টাওয়ার ও রংমহল টাওয়ার ক্যাম্পাসের শিক্ষার্থীরা ক্লাসরুম থেকে বের হয়ে ভবনের নিচে নেমে আসেন। এ সময় সুরমা টাওয়ার হেলে গেছে বলে গুজব রটলে আতঙ্কগ্রস্ত অনেক শিক্ষার্থী চিৎকার চেঁচামেচি শুরু করেন।