১৭ পদাতিক ডিভিশনের জন্য অধিগ্রহণ ভূমির ক্ষতিপূরণের অর্থ দুর্নীতি ও হয়রানি ছাড়া প্রদানের দাবিতে স্মারক লিপি প্রদান

37

DC Office Photo -- 20.04.15গতকাল সোমবার সকালে সিলেট জেলা প্রশাসকের কাছে সিলেট জেলার সদর ও গোলপগঞ্জ উপজেলার হাজীরাই, আমদরপুর, ও হাতিমনগর এলাকাবাসী স্মারক লিপি প্রদান করেন।
স্মারক লিপি প্রদ্না কালে এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন সিদ্দিকুর রহমান শায়েস্ত, জালাল উদ্দিন, সৈয়দ কামরুল ইসলাম, মসাইর আলী, মোতাহির আলী, কাজী ফারদুল ইসলাম ফুরাদ, নজরুল ইসলাম, মাহবুবু আহমদ, শামীম আহমদ, সজিব মিয়া, সুনু মিয়া, হাজী আজম আলী, সৈয়দ হাসিম আহম মিন্টু, শরিফ আহমদ। বিজ্ঞপ্তি