বিয়ানীবাজারে মানববন্ধনে বক্তারা ॥ শিক্ষামন্ত্রী আমরা আপনার পাশে আছি

26

Education Minister Pic-01শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে উত্তাল তার নিজ জেলা সিলেট ও তার নির্বাচনী এলাকা বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলা। হত্যার হুমকির প্রতিবাদে প্রতিদিন বিভিন্ন ব্যানারে চলছে মিছিল মিটিং এবং মাবববন্ধন। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারে বিভিন্ন পেশাজীবী মানুষের উদ্যোগে বিয়ানীবাজারবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, বিভিন্ন পেশার মানুষসহ দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক জনগন এই মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, শিক্ষামন্ত্রী আমাদের অহংকার। তিনি বর্তমান মন্ত্রীপরিষদের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। তিনি তার কর্মকান্ডের মাধ্যমে তার নির্বাচনী এলাকা বিয়ানীবাজার-গোলাপগঞ্জসহ সমগ্র সিলেটবাসীর জন্য সুনাম বয়ে নিয়ে এসেছেন। আন্তর্জাতিক পরিমন্ডলে তার শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ প্রশংসিত হয়েছে। তিনি স্বাধীনতা উত্তর বাংলাদেশের সবচেয়ে সফল শিক্ষামন্ত্রী। তাকে হত্যার হুমকি দিয়ে তার অগ্রযাত্রা স্তব্ধ করা যাবে না। সমগ্র সিলেটবাসী তার পাশে আছে। বিয়ানীবাজার উপজেলার চারখাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী দত্তের সভাপতিত্বে ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার আব্দুল খালিকের পরিচালনায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শেরুজ্জামান, চারখাই ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মাহমদ আলী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাজিম উদ্দিন, হারুন হেলাল চৌধুরী, প্রচার সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী দিপু, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বিয়ানীবাজর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, মনিরুজ্জামান, তারেক আহমদ, আব্দুল কুদ্দুছ মানিক, ইব্রাহিম আলী, ইকবাল আহমদ, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সাংবাদিক সাদেক আহমদ আজাদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মজির উদ্দিন আনসার, সাধারণ সম্পাদক আব্দুল হাসিব জীবন, শিক্ষক জালাল উদ্দিন, তারেক আহমদ চৌধুরী, খায়রুল বাশার চৌধুরী, আব্দুস সালাম, খালেদ আহমদ, শিক্ষানুরাগী ফখরুল আলম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তিManobbondon photo