সৈকত মাহাবুব, শাবি
আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) বিশ্বকাপ আসরে নবম বারের মতো অংশগ্রহণ করবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবারের শাবি থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া টিমের নাম ‘সাস্ট গেস ফোর্স ‘। আগামী ১৯শে সেপ্টেম্বর কাজাখস্তানের রাজধানী আস্তানায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীদের এ মর্যাদাপূর্ণ আইসিপিসি প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শাবি দলের প্রতিযোগীরা হলেন শাহজালাল সোহাগ, সৈকত হোসেন ও মোজাদ্দেদে আলফেহ সানি এবং দলের কোচের দায়িত্ব পালন করছেন সিএসই বিভাগের প্রভাষক এ কে এম ফাখরুল হোসেন। প্রতিযোগীদের মধ্যে সোহাগ ও সৈকত দ্বিতীয়বারের মত বিশ্বকাপে অংশগ্রহণ করছে। তারা দুইজনই আইসিপিসি ২০২১ সালে বাংলাদেশ থেকে প্রোগ্রামিং বিশ্বকাপে অংশগ্রহণ করেন।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি করে দল বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরতে যাচ্ছে।
উল্লেখ্য, এর আগে শাবির টিম আইসিপিসি ঢাকা রিজিওনাল সাইটে ২য় ও আইসিপিসি ওয়েস্ট এশিয়া কন্টিনেন্ট ফাইনালে ৩য় হয়ে বিশ্বকাপের চ‚ড়ান্ত আসরে জায়গা করে নিয়েছে।