ভাদেশ্বরে ডিগ্রী কলেজ বাস্তবায়নের লক্ষ্য সভা

165

ভাদেশ্বর কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ এপ্রিল শনিবার কলেজের প্রস্তাবিত অস্থায়ী কার্যালয় ভাদেশ্বর পোস্ট অফিস রোড মোকাম বাজারে গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাছনাতের আহবানে এক সভা অনুষ্ঠিত হয়। ভাদেশ্বর ইউ,পি চেয়ারম্যান এম,এ, ছালিক সাহেবের সভাপতিত্বে বক্তারা বলেন, গোলাপগঞ্জ উপজেলার সর্বত্র কলেজ থাকা সত্ত্বেও ভাদেশ্বর ছাত্রদের জন্য আলাদা কোন কলেজ নেই। গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ভাদেশ্বর বৃটিশ আমল থেকে শিক্ষা-সাহিত্য ও ইতিহাস-ঐতিহ্যে সিলেট জেলার মধ্যে অন্যতম। বর্তমান যোগের চাহিদায় ঐতিহ্যবাহী ভাদেশ্বর একটি ডিগ্রী কলেজ করা একান্ত প্রয়োজন। এলাকার ছাত্র-ছাত্রীরা ডিগ্রী বা অনার্স পড়ার জন্য সিলেট সহ দেশের অনেক কলেজে দরনা দিয়ে সুযোগ করতে না পারায় উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত থাকে। যাতায়াতের নিরাপত্ত্বা ও গরীব অসহায় ছাত্র-ছাত্রীদের আর্থিক অবস্থা বিবেচনা করে এবং তাদের উচ্চ শিক্ষা লাভের সার্থে ছাত্র-ছাত্রী উভয়ের লেখা-পড়ার সুবিধার্থে আলাদা আরেকটি সতন্ত্র ডিগ্রী কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কলেজটির প্রস্তাবীত নামকরণ করা হয়  ভাদেশ্বর ডিগ্রী কলেজ। ২০১৫ সাল থেকে শুধু এইচ,এস,সি (মানবিক বিভাগে) ভর্তি করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চেয়ারম্যান এমএ ছালিক কে আহবায়ক এবং আবুল হাসনাতকে সদস্য সচিব করে ৩৩ সদস্য কমিঠি গঠন করা হয়।
আহবায়ক আবুল হাছনাতের পরিচালনায় হাফিজ আব্দুল মালিকের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বক্তব্য রাখেন ভাদেশ্বররের প্রবীণ রাজনীতিবীদ ও শিক্ষানুরাগী মুক্তিযোদ্ধা জয়নাল মহসীন চৌধুরী, বিশিষ্ট আইনজীবী এডভোকেট মঈজ উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুল মতিন, বিশিষ্ট রাজনীতিবিদ সহ সভাপতি জিলাল উদ্দিন আহমদ, শিক্ষানুরাগী জহির উদ্দিন, আব্দুস ছালিক, শিক্ষানুরাগী তাহের আহমদ তাজ্জুব, প্রবীণ মোরব্বী বশির আহমদ খান, ইউ, পি সদস্য হাছিব আলী, ইউ,পি সদস্য ইরাজ আলী, শিক্ষানুরাগী আহাজ আব্দুল ফাত্তাহ, কয়ছর উদ্দিন আহমদ চৌধুরী, ডা: আলহাজ আবুল আছাদ, ব্যবসায়ী আব্দুল মতিন, আলহাজ রশিদ আহমদ, শিক্ষানুরাগী শহির উদ্দিন, ভাদেশ্বর মহিলা কলেজের সদস্য নুরুজ্জামান চৌধুরী, ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য তমিজ উদ্দিন, মকবুল আহমদ আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মঈজ উদ্দিন মজু, ভাদেশ্বর নাছির উদ্দিন স্মৃতি পরিষদের সম্পাদক সাহেদ আহমদ, আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মজনুর রহমান, শিক্ষানুরাগী জাব্বির আহমদ, কাজী হাবিবুর রহমান সেলিম, গৌছ আহমদ, নজরুল ইসলাম, রকিব আলী মাষ্টার, আনিসুজ্জামান, আশরাফুল ইসলাম সাদিক, আজির উদ্দিন খেলা, মোঃ বদরুজ্জামান বদর, নাজরুল হক, মো: আব্দুল জলিল, হেলাল উদ্দিন আহমদ হেলু, মিনহাজ উদ্দিন, হায়দারগাজী, আমিনুল ইসলাম, মো: আশরাফ উদ্দিন আশই, সজির আলী, কাহেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি