স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমায় গভীর রাতে এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে দুর্র্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে গাঙ্গুয়া গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল জলিলের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল প্রবাসীর ঘরে থাকা ৩৫ ভরি স্বর্ণালংকার, ৪ হাজার পাউন্ড, ৭টি দামী মোবাইল সেট ও নগদ ৩ লাখ টাকা, ৫০ হাজার টাকা দামী কাপড়-চোপড়সহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বরইকান্দি ইউনিয়নের গাঙ্গুয়া গ্রামের আব্দুল জলিল পরিবারের ১৮ জন সদস্যকে নিয়ে যুক্তরাজ্য থেকে নিজ বাড়ীতে আসেন। গত শুক্রবার রাত ৩টার দিকে ১০/১২ জনের মুখোশধারী ডাকাতদল বাড়িতে হানা দেয়। ডাকাতরা বাড়ির গেইটের তালা ভেঙ্গে এবং ঘরের লক খুলে ভেতরে প্রবেশ করে অস্ত্রেরমুখে বাড়ির সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে লুটপাট চালায়।
ডাকাতির শিকার প্রবাসী আব্দুল জলিল জানান, ডাকাতরা আলমারি ও শো-কেসের তালা ভেঙ্গে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার, ৪ হাজার পাউন্ড, নগদ ৩ লাখ টাকা, ৬টি দামী মোবাইল ও ১টি আইফোন এবং পঞ্চাশ হাজার টাকার কাপড়-চোপড়সহ মোট ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আব্দুল জলিল জানান, ডাকাতরা প্রায় আড়াই ঘন্টাব্যাপী ঘরে লুটপাট চালায়। তিনি জানান, আগামী ১৫ এপ্রিল তার পরিবার নিয়ে যুক্তরাজ্য ফিরে যাওয়ার কথা রয়েছে। খবর পেয়ে গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমা থানার এসি-ওসিসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি আতাউর রহমান জানান,খবর পেয়ে ডিসি-এসিসহ আমাদের সিনিয়র অফিসাররা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।