স্টাফ রিপোর্টার :
স্ত্রীকে গলাকেটে হত্যা করে বস্তার ভেতর লাশ লুকিয়ে রেখেছিলেন আনসার আলী (৩৫)। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে ২ সন্তানের জননী আজিরুন বেগমের বস্তাবন্দি লাশ। এ ঘটনার পর নিজেই গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালান আনসার। আশংকাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালের ৪ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন আনসার।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার গাজীপুর গ্রামের উসমান আলীর ছেলে আনসার আলী তার স্ত্রী আজিরুন বেগমকে গলা কেটে খুন করে লাশ ঘরের ভেতর বস্তাবন্দি করে লুকিয়ে রাখেন। পরে স্ত্রীকে খোঁজে পাওয়া যাচ্ছেনা দাবি করে থানায় গিয়ে জিডি করেন তিনি। পুলিশ তদন্তে নেমে আনসারের ঘর থেকে গত রবিবার তার স্ত্রীর গলিত লাশ উদ্ধার করে। এরপর পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে আনসার আলী নিজেই গলায় ছুরি চালিয়ে প্রথম দফাফ আত্মহত্যার চেষ্টা চালান। গত ২ এপ্রিল তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের ৪র্থ তলার ৭ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ওসমানী হাসপাতালের ৪ তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন তিনি। সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালের নীচ থেকে তার লাশ উদ্ধার করে। আনসার আলীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে নগরীর লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল জানান, লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।